খুলনা প্রতিনিধি
খুলনায় বিদ্যুৎ বিভাগের কর্মী জাহাঙ্গীর হোসেনকে (৩০) হত্যার ঘটনায় করা মামলায় আসামি জসিমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জাহাঙ্গীর হোসেন হাজী ইসমাঈল লিংক রোড ইসলাম কমিশনার মোড়ের বাসিন্দা হেলাল উদ্দীনের ছেলে। তিনি নগরীর শেরে বাংলা রোডের বিদ্যুৎ বিতরণ বিভাগ-১ এর সাহায্যকারী হিসেবে কর্মরত ছিলেন। আসামি জসিম এখনো পলাতক।
জানা গেছে, জাহাঙ্গীর হোসেনের বাড়ির নিচতলায় রবিউল নামে একজন ভাড়া থাকতেন। সেখানে থেকে মোবাইলের দোকান চালাতেন তিনি। অপরদিকে, আসামি জসিম পেশায় একজন রিকশাচালক এবং রবিউলের পাশের ঘরে থাকতেন। ২০১৫ সালের ১৪ মে রবিউলের দোকান থেকে একটি মোবাইল চুরি হয়ে যায়। জসিম মোবাইল উদ্ধার করার জন্য তাঁর কাছ থেকে ৮০০ টাকা নেয়। পরে মোবাইল উদ্ধার না করে টালবাহানা শুরু করেন তিনি। এ নিয়ে এলাকায় সালিসের আয়োজন করেন রবিউল।
পরবর্তীতে ১৯ মে সালিসের পর জাহাঙ্গীর হোসেন জসিমকে মোবাইল চুরির জন্য সন্দেহ ও তাঁকে ঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য বলেন। এ ঘটনায় জসিম বাড়ির মালিক জাহাঙ্গীরের ওপর ক্ষিপ্ত হন। ওই দিন বিকেল ৫টার দিকে জাহাঙ্গীর রবিউলের দোকানে বসে বাড়ির কাজ দেখাশোনা করছিলেন। এ সময় আসামি জসিম পেছন থেকে জাহাঙ্গীরের গলায় ও ঘাড়ে সজোরে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। এ সময় জসিমকে ধাওয়া করলে তিনি পালিয়ে যান। পরে জাহাঙ্গীরকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার দিন রাতেই জাহাঙ্গীরের বড় ভাই মো. আলমগীর হোসেন বাদী হয়ে সোনাডাঙ্গা থানা একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ৩০ ডিসেম্বর সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক জি এম নজরুল ইসলাম জসিমকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলা চলাকালীন সময় ১৮ জন আদালতে সাক্ষী দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আজ আসামি জসিমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে, রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। ঘটনার পর থেকে জসিম পলাতক রয়েছেন।
খুলনায় বিদ্যুৎ বিভাগের কর্মী জাহাঙ্গীর হোসেনকে (৩০) হত্যার ঘটনায় করা মামলায় আসামি জসিমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জাহাঙ্গীর হোসেন হাজী ইসমাঈল লিংক রোড ইসলাম কমিশনার মোড়ের বাসিন্দা হেলাল উদ্দীনের ছেলে। তিনি নগরীর শেরে বাংলা রোডের বিদ্যুৎ বিতরণ বিভাগ-১ এর সাহায্যকারী হিসেবে কর্মরত ছিলেন। আসামি জসিম এখনো পলাতক।
জানা গেছে, জাহাঙ্গীর হোসেনের বাড়ির নিচতলায় রবিউল নামে একজন ভাড়া থাকতেন। সেখানে থেকে মোবাইলের দোকান চালাতেন তিনি। অপরদিকে, আসামি জসিম পেশায় একজন রিকশাচালক এবং রবিউলের পাশের ঘরে থাকতেন। ২০১৫ সালের ১৪ মে রবিউলের দোকান থেকে একটি মোবাইল চুরি হয়ে যায়। জসিম মোবাইল উদ্ধার করার জন্য তাঁর কাছ থেকে ৮০০ টাকা নেয়। পরে মোবাইল উদ্ধার না করে টালবাহানা শুরু করেন তিনি। এ নিয়ে এলাকায় সালিসের আয়োজন করেন রবিউল।
পরবর্তীতে ১৯ মে সালিসের পর জাহাঙ্গীর হোসেন জসিমকে মোবাইল চুরির জন্য সন্দেহ ও তাঁকে ঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য বলেন। এ ঘটনায় জসিম বাড়ির মালিক জাহাঙ্গীরের ওপর ক্ষিপ্ত হন। ওই দিন বিকেল ৫টার দিকে জাহাঙ্গীর রবিউলের দোকানে বসে বাড়ির কাজ দেখাশোনা করছিলেন। এ সময় আসামি জসিম পেছন থেকে জাহাঙ্গীরের গলায় ও ঘাড়ে সজোরে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। এ সময় জসিমকে ধাওয়া করলে তিনি পালিয়ে যান। পরে জাহাঙ্গীরকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার দিন রাতেই জাহাঙ্গীরের বড় ভাই মো. আলমগীর হোসেন বাদী হয়ে সোনাডাঙ্গা থানা একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ৩০ ডিসেম্বর সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক জি এম নজরুল ইসলাম জসিমকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলা চলাকালীন সময় ১৮ জন আদালতে সাক্ষী দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আজ আসামি জসিমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে, রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। ঘটনার পর থেকে জসিম পলাতক রয়েছেন।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
২০ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২৫ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫