Ajker Patrika

ভারতে পাচার ৮ বাংলাদেশিকে ফেরত

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৯: ০০
ভারতে পাচার ৮ বাংলাদেশিকে ফেরত

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার আট বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। আজ রোববার বিকেলে ভারতের পেট্রাপোল থানা ও ইমিগ্রেশন পুলিশ যৌথভাবে তাঁদের বেনাপোল পোর্ট থানা-পুলিশের হাতে তুলে দেয়। 

ফেরত আসা যুবকেরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার হানেফ গাজীর ছেলে শফিকুল ইসলাম, ইছার আলীর ছেলে মরিরুল ইসলাম, মরশেদ আলীর ছেলে আসানুর রহমান, শাফায়েত খার ছেলে আল আমিন, আব্দুল হোসাইনের ছেলে সামসুজ্জামান, ময়মনসিংহের রহমতপুর সদরের বাদশা মিয়ার ছেলে শাখাওয়াত, নিজামুদ্দিনের ছেলে আলামিন ও আবুল বাশারের ছেলে আশরাফুল আলম।

বেনাপোল পোর্ট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ফেরত আসা যুবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা অভাবী পরিবারের। ভালো কাজের কথা বলে তাদের সীমান্ত পথে ভারতে নিয়ে যাওয়া হয়। পরে প্রতারণা করে তাদের ফেলে পালিয়ে আসে দালাল চক্র। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। সেখানে এক বছর কারাভোগ শেষে এসব বাংলাদেশিরা দেশে ফিরে আসে।’ 

পরে পুলিশি কার্যক্রম শেষে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের তাঁদের আইনি সহায়তা দায়িত্ব নিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত