Ajker Patrika

অস্ত্রের মুখে আওয়ামী লীগ নেতা দুই ভাইয়ের বাড়ি লুট করল ‘মুখোশধারী ডাকাত দল’

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৭: ৩০
অস্ত্রের মুখে আওয়ামী লীগ নেতা দুই ভাইয়ের বাড়ি লুট করল ‘মুখোশধারী ডাকাত দল’

বাগেরহাটের কচুয়ায় মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে আওয়ামী লীগ নেতা দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার গভীর রাতে গোলাম সুকরানা রব্বানী ওরফে আজাদ বালি ও তাঁর ছোট ভাই সুলতান আলম বালির বাড়িতে এ ঘটনা ঘটে।

ডাকাত দল সাড়ে ৪ লাখ টাকা ও ২২ ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে বলে অভিযোগ পরিবার দুটির। ডাকাতির সঙ্গে জড়িত এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

গোলাম রব্বানী কচুয়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক ও কচুয়া সদর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তাঁর ছোট ভাই সুলতান আলম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক। তাঁরা দুই ভাই স্থানীয় সরকার প্রকৌশল এবং সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদার। 

আওয়ামী লীগ নেতা ঠিকাদার সুলতান আলম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সোমবার রাত দুইটার পর অস্ত্র ও মুখোশধারী সাতজনের একটি ডাকাত দল বাড়ির গ্রিল কেটে ঘরে ঢোকে। তারা ঘরে ঢুকে নাম ধরে ডেকে আমাকে ঘুম থেকে তোলে। এরপর অস্ত্রের মুখে ওড়না ও গামছা দিয়ে আমিসহ স্ত্রী ও দুই ছেলে-মেয়ের হাত-পা বেঁধে ফেলে। পরে তারা আলমারির চাবি নিয়ে নগদ অর্থ ও সোনার গয়না ও তিনটা মোবাইল ফোন নিয়ে নেয়।’

বাগেরহাটে ডাকাতির শিকার দুই আওয়ামী লীগ নেতার বাড়ির সামনে ভিড়সুলতান আলম আরও বলেন, ‘পরে ডাকাত দল আমাকে নিয়ে বড় ভাই আজাদ বালির ঘরের সামনে যায়। সেখানে আমাকে অস্ত্রের মুখে মাকে ডাকতে বাধ্য করে। পরে মা দরজা খুললে গয়না ও নগদ টাকা নিয়ে নেয়। একইভাবে বড় ভাই আজাদ বালির ঘরের সামনে নিয়ে ডাকতে বাধ্য করে। এ সময় ভাই দরজা খুললে সবার হাত-পা বেঁধে টাকা ও গয়না লুটে নেয়। ডাকাতেরা চলে যাওয়ার পরপরই ঘটনাটি পুলিশকে জানাই। তখন রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।’ 

সুলতান আলম আরও বলেন, ‘আমরা দুই ভাই ঠিকাদারি করি। শ্রমিকদের বেতন দিতে সব সময় বাড়িতে কমবেশি টাকা রাখতে হয়। ডাকাতেরা এসব জানত। তা না হলে তারা ঘরে ঢুকে আমার নাম ধরে ডাকল কীভাবে? এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের কাছে জোর দাবি জানিয়েছি।’ 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গতকাল সোমবার গভীর রাতে সাত-আটজনের একটি সশস্ত্র ডাকাত দল আজাদ বালি ও আলম বালির বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢুকে সবার হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। ডাকাতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত