Ajker Patrika

বাগেরহাটে সমাজসেবা কর্মচারীকে কুপিয়ে হত্যা

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে সমাজসেবা কর্মচারীকে কুপিয়ে হত্যা

বাগেরহাটের মোল্লাহাটে সমাজসেবা অধিদপ্তরের অফিস সহায়ক (এলএমএসস) নাইম খানকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার গাংনী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাইম মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল খানের ছেলে। তিনি মোল্লাহাট উপজেলা সমাজসেবা কার্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। 

স্থানীয়রা জানান, নিহত নাইম খান তার বাড়ির পাশে হিরোন মার্কেটের একটি দোকানে লুডু খেলছিলেন। এ সময় রাত সাড়ে ৮টার দিকে তাঁর মোবাইলে একটি কল আসে। এর পরে তিনি লুডু খেলা ছেড়ে চলে যায়। এর কিছুক্ষণ পর হিরোনের পরিত্যক্ত বাড়ির উঠানে ফাতেমা নামের পাশের বাড়ির এক মহিলা তাকে গলা, হাত কাটা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে ভর্তি করান। পরবর্তীতে তাঁর অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমেন দাস বলেন, গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে নাইম কানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন তাঁর স্বজনেরা। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন। নাইমের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে মোল্লাহাট থানা-পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত