Ajker Patrika

অভয়নগরে ফাঁদে ফেলে বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর সোনার গয়না লুট

অভয়নগর (যশোর) প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ২০: ২২
অভয়নগরে ফাঁদে ফেলে বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর সোনার গয়না লুট

যশোরের অভয়নগরে ফাঁদে ফেলে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী অনিতা বিশ্বাসের সোনার গয়না লুট করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নওয়াপাড়ার ক্লিনিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রতারণার শিকার অনিতা বিশ্বাস পায়রা ইউনিয়নের কাদিরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত পুলিন বিহারীর স্ত্রী।

অনিতা বিশ্বাস বলেন, ‘আজ সকাল সাড়ে ১০টার দিকে আমি হাসপাতাল সড়ক দিয়ে হেঁটে নওয়াপাড়ার ওয়াপদা মোড় এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলাম। পথিমধ্যে নওয়াপাড়ার আল মদিনা ক্লিনিকের পুরোনো ভবনের কাছাকাছি পৌঁছালে কোট-প্যান্ট পরা আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তি আমাকে সালাম দেয় এবং কেমন আছি জানতে চায়। ভালো আছি বলে সামনে পা বাড়াতেই প্রায় সমবয়সী আরেক ব্যক্তি ছুটে এসে বলে, “চাচি আপনি ভুল করেছেন। উনি অনেক বুজুর্গ লোক। ওনার দোয়ায় অনেক কাজ হয়। ভালোভাবে কথা না বলে চলে আসলেন যে!” এ কথা বলে দ্বিতীয় ব্যক্তিটি পুনরায় আমাকে আগের ওই ব্যক্তির কাছে নিয়ে যায়।’

অনিতা বিশ্বাস আরও বলেন, ‘দ্বিতীয় ব্যক্তিটি তার মানিব্যাগ বের করে আগের ব্যক্তির হাতে দিয়ে দোয়া করতে বলে। আগের ব্যক্তিটি দোয়া পড়ে মানিব্যাগে ফুঁ দিয়ে দ্বিতীয় ব্যক্তির হাতে দিয়ে দেয়। পরে একটি কাচের গুটি বের করে আমার হাতে দিয়ে বলে, “নাকের কাছাকাছি ধরে রাখেন, দোয়া পড়ে দিচ্ছি।” গুটিটি আমি নাকের কাছে ধরলে অজ্ঞাত ওই ব্যক্তি কিছু একটা পড়ে ফুঁ দেয়। এরপর আমি ওই ব্যক্তির কথামতো আমার হাতে থাকা এক জোড়া সোনার রুলি, কানের দুল ও গলায় থাকা একটি চেইন খুলে দিয়ে দিই। পরে আমাকে তারা একটু সরে দাঁড়াতে বলে। এ সময় তারা আমার মোট আড়াই ভরি সোনার গয়না নিয়ে পালিয়ে যায়।’

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে জেনেছি। তা ছাড়া সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সত্যতা পাওয়া যায়। তবে প্রতারক চক্রের দুই সদস্য মাস্ক পরে থাকায় তাদের চেহারা শনাক্ত করা যায়নি।’

ওসি শামীম হাসান আরও বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। ঘটনার তদন্তে পুলিশ পাঠিয়েছি। প্রতারক চক্রকে ধরতে অভিযান চালানো হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত