Ajker Patrika

কৃষককে কুপিয়ে হত্যায় প্রধান আসামি গ্রেপ্তার 

বেনাপোল (যশোর) প্রতিনিধি
কৃষককে কুপিয়ে হত্যায় প্রধান আসামি গ্রেপ্তার 

যশোরের বেনাপোলে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিজানুর রহমান নামের এক চাষিকে হত্যার অভিযোগে সাইফুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। 

এর আগে গত শুক্রবার সকালে ধারালো দা দিয়ে মিজানকে (৫২) কুপিয়ে আহত করেন সাইফুল। পরদিন শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

নিহত মিজানুর বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামের আল বাহার আলীর ছেলে। অভিযুক্ত সাইফুল একই থানার খড়িডাঙা গ্রামের বাসিন্দা। 
 
নিহতের ভাই আনিসুর রহমান বলেন, ‘মিজান একজন বর্গাচাষি। শুক্রবার সকালে জমিতে কাজ করছিলেন তিনি। ওই জমির পাশেই সাইফুলের জমি। এ সময় জমি চাষ নিয়ে কথাকাটাকাটি হয় সাইফুলের সঙ্গে। সাইফুল তাঁর হাতে থাকা ধারালো দা দিয়ে মিজানকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা খবর দিলে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে যশোর ও পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তাঁর মৃত্যু হয়। 

বেনাপোল পোর্ট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, নিহতের ছোট ভাই রোববার বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন। এ মামলার প্রধান আসামি সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত