Ajker Patrika

স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৬: ০০
স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

রাজবাড়ীতে পারিবারিক কলহের জেরে বিউটি বেগম (২৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত আব্দুল লতিফ কাজী ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

গতকাল বুধবার রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের বার্তা গ্রামে এ ঘটনা ঘটে। 

বিউটি আক্তারের চাচাতো ভাই জহির উদ্দিন বলেন, ১২ বছর আগে লতিফ কাজীর সঙ্গে বিয়ে হয় বিউটির। তাঁদের ১০ বছর বয়সী এক মেয়ে ও চার বছর বয়সী ছেলে রয়েছে। লতিফ কাজী আগে ব্যবসা করলেও বেশ কিছুদিন ধরে বেকার ছিলেন। রোজগার না থাকায় বেশ কিছুদিন ধরে তাঁদের মধ্যে ঝগড়া চলছিল। গতকাল রাত ১২টায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চাপাতি দিয়ে দুই সন্তানের সামনেই লতিফ বিউটিকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। 

রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতিও উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকেই বিউটির স্বামী পলাতক। 

উত্তম কুমার আরও বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে হত‍্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য

হাজি সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: প্রধান উপদেষ্টা

ভারত-পাকিস্তান ‘হাইভোল্টেজ’ ফাইনাল নিয়ে সুপার কম্পিউটার কী বলে

সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলার ঘটনায় মামলা, যুবদল নেতা গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত