Ajker Patrika

উত্তরা ও কাফরুল থেকে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত চার আসামি গ্রেপ্তার 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
উত্তরা ও কাফরুল থেকে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত চার আসামি গ্রেপ্তার 

রাজধানীর উত্তরা ও কাফরুল থেকে প্রতারণার মামলায় বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। তাঁরা হলেন ফজলু মিয়া (৪৫), হেলাল মিয়া (৩২), মো. আকতার (৪০) ও মির্জা মোহাম্মদ জিকু (৪৬)।

র‍্যাব-৩–এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ আজ রোববার বিকেলে জানান, গতকাল উত্তরা ও কাফরুল এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রতারণার মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক এই চার আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আরিফ মহিউদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা তাঁদের কৃতকর্মের কথা স্বীকার করেছেন। তাঁদের সবার নামে বিভিন্ন থানায় প্রতারণার মামলা রয়েছে। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তাঁদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা প্রদানের রায় ঘোষণা করেন। তাঁদের নামে মামলা রুজু হওয়ার পর থেকেই তাঁরা রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন। 

গ্রেপ্তার আসামিরা হলেন নেত্রকোনা সদরের কাঠলীর আ. ছাত্তারের ছেলে ফজলু মিয়া, একই উপজেলার পশ্চিম কাঠলীর আবু তাহেরের ছেলে হেলাল মিয়া, কুমিল্লার সুন্দরগঞ্জ উপজেলার বড় প্রিডড়িয়া গ্রামের সুন্দর আলী সরদারের ছেলে মো. আক্তার ও মাগুরা সদরের বিরইল পলিটা গ্রামের মির্জা সামসুর রহমানের ছেলে মির্জা মোহাম্মদ জিকু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত