Ajker Patrika

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ১৬ জুন ২০২৩, ১৫: ৪২
জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন

বাংলা নিউজের জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে এবং হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। শরীয়তপুর প্রেসক্লাবের উদ্যোগে আজ শুক্রবার সকালে শরীয়তপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।

মানববন্ধনে বক্তব্য দেন শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রোকনুজ্জামান পারভেজ, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান খান, জনকণ্ঠের প্রতিনিধি আবুল বাশার, প্রথম আলোর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ ও সময় টিভির প্রতিনিধি বিএম ইশ্রাফিল।

এ সময় উপস্থিত ছিলেন এখন টিভির কাজী মনিরুজ্জামান, সাংবাদিক আল-আমিন শাওন, আজকের পত্রিকার বেলাল হোসাইন, আমাদের সময়ের মো. রোমান আকন্দ, বৈশাখী টিভির আবদুল খালেক ইমন, আরটিভির ইব্রাহিম হোসাইন, প্রতিদিনের সংবাদের রায়েজুল আলম, ইনডিপেনডেন্ট টিভির ছগির হোসেন, কালের কণ্ঠের শরিফুল আলম ইমন, যমুনা টিভির এস. এম শাকিল, লাখোকন্ঠের ওবায়েদুর রহমান সাইদ, ডেইলি স্টারের জাহিদ হাসান রনি, শরীয়তপুর মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহম্মেদ মোল্লা, সাধারণ সম্পাদক শাহিন আলম, ঢাকা পোস্টের সাইফ রুদাদ, ভোরের আকাশের মেহেদী হাসান, সাউথ এশিয়ান টাইমসের সুমন খান, সাংবাদিক মতিউর রহমান, সাইদুর রহমান বাবু, শাহিন আহমেদ প্রমুখ।

শরীয়তপুর প্রেসক্লাবের উদ্যোগে আজ শুক্রবার সকালে শরীয়তপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনমানববন্ধনে বক্তারা বলেন, ‘এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে হবে। এই হত্যার বিচার ও তদন্ত না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদ আলম বাবুকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে হত্যাকাণ্ডের শিকার হন বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম। গত বুধবার (১৪ জুন) রাতে তাঁর ওপর হামলা হয়। পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাত ১২টায় সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত