Ajker Patrika

রাষ্ট্রপতির কার্যালয়ে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৩

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৫৬
রাষ্ট্রপতির কার্যালয়ে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৩

রাষ্ট্রপতির কার্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের ঘটনায় মূল হোতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানার পুলিশ। আজ রোববার গ্রেপ্তারকৃতদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. জামাল শিকদার। এর আগে গতকাল শনিবার আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী থানার বিশ্বনাথপুর গ্রামের দাউদ মোল্লার ছেলে রাসেল মোল্লা (২৪), বরিশালের উজিরপুর থানার কুরুলিয়া গ্রামের মৃত পিটার বাড়ৈর ছেলে লিটন বাড়ৈ (৪৫) এবং লিটন বাড়ৈর ছেলে ইম্মানুয়েল প্রান্ত বাড়ৈ (২৭)। 

পুলিশ জানান, হেজবুল্লাহর প্রতিষ্ঠানে চাকরি করতেন রাসেল মোল্লা। কিছুদিন পর চাকরি ছেড়ে জাতীয় সংসদে অফিস সহকারী পদে চাকরি হয়েছে বলে জানান রাসেল। পরে অপর দুই সহযোগীর সঙ্গে হেজবুল্লাহকে রাষ্ট্রপতির কার্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার ফাঁদ সাজান তিনি। সেই ফাঁদে পা দেন হেজবুল্লাহ, মো. মাসুদ ও বিপ্লব হোসেন। তিনজনের চাকরির জন্য ১৮ লাখ টাকা চায় রাসেল মোল্লার প্রতারক চক্রটি। 

পরে বিভিন্ন সময়ে ভুক্তভোগীদের কাছ থেকে সর্বমোট ৫ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেন তাঁরা। তাঁরা জাতীয় সংসদের প্যাড ও লোগো-সংবলিত ভুয়া নিয়োগপত্র প্রদান করেন। এরপর তাঁদের কথাবার্তায় সন্দেহ হলে আশুলিয়া থানায় অভিযোগ দেন ভুক্তভোগীরা। 

ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করে আশুলিয়া থানার পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পেয়েছে পুলিশ। 

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. জামাল শিকদার বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। 

পুলিশ পরিদর্শক আরও বলেন, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে সংসদ ভবনের কর্মকর্তারাও বিষয়টি অবগত হয়েছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

মব সৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে, আমার জীবন বড় শঙ্কায়: ফজলুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত