নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসাদগেটে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে নিহত রাব্বি ওরফে রাফা ‘জুনিয়রদের শায়েস্তা করতে’ প্রথম ছুরি বের করেছিলেন, যেটা কেড়ে নিয়ে তাঁর উপর পাল্টা আঘাত করা হয় বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাতজনের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার ডিএমপি অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানান।
ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘টিকটকারদের পুল পার্টি শেষে গাঁজা সেবন ও ইভটিজিংকে কেন্দ্র করে সুইচ গিয়ার দিয়ে খুন করা হয় রাব্বি ওরফে রাফাকে। জুনিয়রদের শায়েস্তা করার জন্য রাব্বীই প্রথম সুইচ গিয়ারটি বের করেন। তাঁর হাত থেকে সেটা কেড়ে নিয়ে তাঁকে উপুর্যুপরি আঘাত করে জুনিয়ররা।’
গত মঙ্গলবার (১ নভেম্বর) হাজারীবাগের ‘টিকটকারদের’ একটি পুল পার্টি ছিল ধামরাইয়ের এক রিসোর্টে। ঘটনার সূত্রপাত সেখান থেকে। পার্টি শেষে ফেরার পথে প্রথমে বাসের ভেতর গাঁজা সেবন নিয়ে ‘সিনিয়র ও জুনিয়র গ্রুপের’ মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে ‘জুনিয়ররা’ এক ‘সিনিয়রের’ বান্ধবীকে উত্ত্যক্ত করে। এর জের ধরে ওই মেয়ে আসাদগেট নামার পর দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। ওই ঘটনায় রাব্বী ছাড়াও আহত আরেকজনের অবস্থা স্থিতিশীল বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর বুধবার রাজধানীর হাজারীবাগ, মোহাম্মদপুর, লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট সাতজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ।
হাফিজ বলেন, গ্রেপ্তারকৃতরা বয়সে কিশোর, কেউ কেউ ছাত্র, কেউ আবার কারখানায় কর্মচারী। তাদের একজনের কাছে ‘রাব্বি হত্যায় ব্যবহৃত সুইচ গিয়ারটি’ উদ্ধার করা হয়। তাঁর নামে হাজারীবাগ থানায় তিনটি মামলার তথ্য পাওয়া গেছে।
জড়িতরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেছে দাবি করে তিনি বলেন, ‘মূলত সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, পুল পার্টি থেকে ফেরার পথে বাসে গার্লফ্রেন্ডদের গাঁজা ও সিগারেটের গন্ধ সহ্য করতে না পেরে বয়ফ্রেন্ডের কাছে অভিযোগ ও ইভটিজিংকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত। যার নির্মম পরিণতি এই হত্যাকাণ্ড।’
আসাদগেটে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে নিহত রাব্বি ওরফে রাফা ‘জুনিয়রদের শায়েস্তা করতে’ প্রথম ছুরি বের করেছিলেন, যেটা কেড়ে নিয়ে তাঁর উপর পাল্টা আঘাত করা হয় বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাতজনের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার ডিএমপি অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানান।
ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘টিকটকারদের পুল পার্টি শেষে গাঁজা সেবন ও ইভটিজিংকে কেন্দ্র করে সুইচ গিয়ার দিয়ে খুন করা হয় রাব্বি ওরফে রাফাকে। জুনিয়রদের শায়েস্তা করার জন্য রাব্বীই প্রথম সুইচ গিয়ারটি বের করেন। তাঁর হাত থেকে সেটা কেড়ে নিয়ে তাঁকে উপুর্যুপরি আঘাত করে জুনিয়ররা।’
গত মঙ্গলবার (১ নভেম্বর) হাজারীবাগের ‘টিকটকারদের’ একটি পুল পার্টি ছিল ধামরাইয়ের এক রিসোর্টে। ঘটনার সূত্রপাত সেখান থেকে। পার্টি শেষে ফেরার পথে প্রথমে বাসের ভেতর গাঁজা সেবন নিয়ে ‘সিনিয়র ও জুনিয়র গ্রুপের’ মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে ‘জুনিয়ররা’ এক ‘সিনিয়রের’ বান্ধবীকে উত্ত্যক্ত করে। এর জের ধরে ওই মেয়ে আসাদগেট নামার পর দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। ওই ঘটনায় রাব্বী ছাড়াও আহত আরেকজনের অবস্থা স্থিতিশীল বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর বুধবার রাজধানীর হাজারীবাগ, মোহাম্মদপুর, লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট সাতজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ।
হাফিজ বলেন, গ্রেপ্তারকৃতরা বয়সে কিশোর, কেউ কেউ ছাত্র, কেউ আবার কারখানায় কর্মচারী। তাদের একজনের কাছে ‘রাব্বি হত্যায় ব্যবহৃত সুইচ গিয়ারটি’ উদ্ধার করা হয়। তাঁর নামে হাজারীবাগ থানায় তিনটি মামলার তথ্য পাওয়া গেছে।
জড়িতরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেছে দাবি করে তিনি বলেন, ‘মূলত সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, পুল পার্টি থেকে ফেরার পথে বাসে গার্লফ্রেন্ডদের গাঁজা ও সিগারেটের গন্ধ সহ্য করতে না পেরে বয়ফ্রেন্ডের কাছে অভিযোগ ও ইভটিজিংকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত। যার নির্মম পরিণতি এই হত্যাকাণ্ড।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫