Ajker Patrika

সুপ্রিম কোর্টের কর্মচারীর বিরুদ্ধে তদবির-বাণিজ্যের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ২২: ৩৬
সুপ্রিম কোর্টের কর্মচারীর বিরুদ্ধে তদবির-বাণিজ্যের অভিযোগ

সুপ্রিম কোর্টের চতুর্থ শ্রেণির কর্মচারী (এমএলএসএস) ছমির উদ্দিন মণ্ডলের বিরুদ্ধে মামলার তদবির-বাণিজ্যসহ নানা অভিযোগ উঠেছে। এ জন্য তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সাত দিনের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোছাইন আজকের পত্রিকাকে জানান, জবাব দেওয়ার পর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ছমির উদ্দিন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. বদরুজ্জামানের কোর্টে কর্মরত থাকাবস্থায় বিভিন্ন ধরনের অনিয়মের সঙ্গে জড়িত হয়েছেন। বিভিন্ন ধরনের অনিয়মের মাধ্যমে মামলার তদবির করে প্রচুর টাকা আয় করেছেন। এমনকি বিচারপতির নাম ভাঙিয়ে বিভিন্ন উপায়ে টাকাপয়সা লেনদেন করেছেন তিনি। 

নোটিশে আরও বলা হয়, ছমির উদ্দিন প্রতিনিয়ত যে টাকা ব্যয় করেন এর সঙ্গে তাঁর আয়ের সামঞ্জস্য নেই। একজন এমএলএসএস হওয়া সত্ত্বেও তাঁর জীবনযাত্রার মান বিবেচনা করলে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। এরই মধ্যে দুটি বিয়ে করেছেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে অর্পিত দায়িত্ব পালনের বিপরীতে অবৈধ লেনদেনের মাধ্যমে অতিরিক্ত অর্থ গ্রহণ করে অসদাচরণ, দুর্নীতি ও অফিস শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছেন। তাঁর এ ধরনের অনৈতিক কার্যক্রমে আদালতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত