Ajker Patrika

স্কুলের ৯টি ল্যাপটপ উদ্ধার, সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীসহ আটক ৩ 

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
স্কুলের ৯টি ল্যাপটপ উদ্ধার, সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীসহ আটক ৩ 

রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের মাঝবাড়ী উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে চুরি হওয়া নয়টি ল্যাপটপ উদ্ধার করেছে থানা পুলিশ। সেই সঙ্গে আটক করেছে সেই স্কুলেরই দুই শিক্ষার্থীসহ তিনজনকে। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।  

গতকাল বুধবার থেকে আজ বেলা ৩টা পর্যন্ত বালিয়াকান্দির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি যাওয়া ১০টি ল্যাপটপের মধ্যে নয়টি ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম পুলিশ। এই চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ তিনজনকে আটক করা হয়েছে। 

আটকরা হলো—মাঝবাড়ী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. আশিকুর রহমান (১৪) ও মো. মনিরুল ইসলাম মনির (১৪)। আশিকুর রহমান নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের আজিম উদ্দিন সরদারের ছেলে ও মনিরুল ইসলাম ঠাকুর নওপাড়া গ্রামের আলা উদ্দিন শেখের ছেলে। আটক অপরজন বড় হিজলী গ্রামের মো. মমিন শেখের ছেলে মো. ইদ্রিস শেখ (১৯। 

বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খান বলেন, ‘বিদ্যালয়ের ল্যাবের ল্যাপটপ চুরির ঘটনায় গত ২৯ আগস্ট থানায় একটি মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের দিক নির্দেশনায় আমার নেতৃত্বে এস আই রাজিবুল ইসলাম, এসআই টিটুল হোসাইন ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে মো. আশিকুর রহমানের কাছ থেকে চারটি ও ইদ্রিস শেখের বাড়ি থেকে পাঁচটি ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম হই।’ 

মনিরুজ্জামান জানান, কম্পিউটার ল্যাবের দরজার তালা কাটতে যে হ্যাকশ ব্লেড ব্যবহার করা হয়েছিল সেটিও উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট একটি ল্যাপটপ উদ্ধারের তৎপরতা চলছে। জিজ্ঞাসাবাদে তারা দায় স্বীকার করেছে। তাদের আগামীকাল শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত