বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের মাঝবাড়ী উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে চুরি হওয়া নয়টি ল্যাপটপ উদ্ধার করেছে থানা পুলিশ। সেই সঙ্গে আটক করেছে সেই স্কুলেরই দুই শিক্ষার্থীসহ তিনজনকে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।
গতকাল বুধবার থেকে আজ বেলা ৩টা পর্যন্ত বালিয়াকান্দির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি যাওয়া ১০টি ল্যাপটপের মধ্যে নয়টি ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম পুলিশ। এই চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটকরা হলো—মাঝবাড়ী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. আশিকুর রহমান (১৪) ও মো. মনিরুল ইসলাম মনির (১৪)। আশিকুর রহমান নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের আজিম উদ্দিন সরদারের ছেলে ও মনিরুল ইসলাম ঠাকুর নওপাড়া গ্রামের আলা উদ্দিন শেখের ছেলে। আটক অপরজন বড় হিজলী গ্রামের মো. মমিন শেখের ছেলে মো. ইদ্রিস শেখ (১৯।
বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খান বলেন, ‘বিদ্যালয়ের ল্যাবের ল্যাপটপ চুরির ঘটনায় গত ২৯ আগস্ট থানায় একটি মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের দিক নির্দেশনায় আমার নেতৃত্বে এস আই রাজিবুল ইসলাম, এসআই টিটুল হোসাইন ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে মো. আশিকুর রহমানের কাছ থেকে চারটি ও ইদ্রিস শেখের বাড়ি থেকে পাঁচটি ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম হই।’
মনিরুজ্জামান জানান, কম্পিউটার ল্যাবের দরজার তালা কাটতে যে হ্যাকশ ব্লেড ব্যবহার করা হয়েছিল সেটিও উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট একটি ল্যাপটপ উদ্ধারের তৎপরতা চলছে। জিজ্ঞাসাবাদে তারা দায় স্বীকার করেছে। তাদের আগামীকাল শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হবে।
রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের মাঝবাড়ী উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে চুরি হওয়া নয়টি ল্যাপটপ উদ্ধার করেছে থানা পুলিশ। সেই সঙ্গে আটক করেছে সেই স্কুলেরই দুই শিক্ষার্থীসহ তিনজনকে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।
গতকাল বুধবার থেকে আজ বেলা ৩টা পর্যন্ত বালিয়াকান্দির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি যাওয়া ১০টি ল্যাপটপের মধ্যে নয়টি ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম পুলিশ। এই চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটকরা হলো—মাঝবাড়ী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. আশিকুর রহমান (১৪) ও মো. মনিরুল ইসলাম মনির (১৪)। আশিকুর রহমান নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের আজিম উদ্দিন সরদারের ছেলে ও মনিরুল ইসলাম ঠাকুর নওপাড়া গ্রামের আলা উদ্দিন শেখের ছেলে। আটক অপরজন বড় হিজলী গ্রামের মো. মমিন শেখের ছেলে মো. ইদ্রিস শেখ (১৯।
বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খান বলেন, ‘বিদ্যালয়ের ল্যাবের ল্যাপটপ চুরির ঘটনায় গত ২৯ আগস্ট থানায় একটি মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের দিক নির্দেশনায় আমার নেতৃত্বে এস আই রাজিবুল ইসলাম, এসআই টিটুল হোসাইন ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে মো. আশিকুর রহমানের কাছ থেকে চারটি ও ইদ্রিস শেখের বাড়ি থেকে পাঁচটি ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম হই।’
মনিরুজ্জামান জানান, কম্পিউটার ল্যাবের দরজার তালা কাটতে যে হ্যাকশ ব্লেড ব্যবহার করা হয়েছিল সেটিও উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট একটি ল্যাপটপ উদ্ধারের তৎপরতা চলছে। জিজ্ঞাসাবাদে তারা দায় স্বীকার করেছে। তাদের আগামীকাল শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হবে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৫ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৮ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৯ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫