Ajker Patrika

অনলাইন জুয়ার মাধ্যমে এক মাসে অর্ধকোটি টাকা হাতিয়েছে চক্রটি: এটিইউ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনলাইন জুয়ার মাধ্যমে এক মাসে অর্ধকোটি টাকা হাতিয়েছে চক্রটি: এটিইউ

অনলাইন জুয়া প্ল্যাটফর্ম পরিচালনা ও অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারণা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গতকাল শনিবার রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অশোক কুমার ঘোষ, শফিকুল ইসলাম, অনি কুমার রজক ও আব্দুস সালাম মোল্লা (লিটন)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে জুয়া পরিচালনা ও অনলাইন অবৈধ ই-ট্রানজেকশনে ব্যবহৃত সাতটি স্মার্ট মোবাইল ফোন, তিনটি বাটন মোবাইল ফোন ও ১৬টি সিমকার্ড জব্দ করা হয়। 

আজ রোববার এটিইউর মিডিয়া এন্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ ছানোয়ার হোসেন এসব তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সাইট ব্যবহার করে অনলাইন অ্যাপস ও সাইটে জুয়া খেলায় প্রলুব্ধ করে মোবাইলে আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন। 

তিনি বলেন, গ্রেপ্তার আব্দুস সালাম মোল্লা (লিটন) জুয়া পরিচালনায় সুপার এজেন্ট হিসেবে বিভিন্ন অ্যাপের আইডি ও ডলার প্রদান করে প্রতি মাসে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। গত এক মাসে গ্রেপ্তার চক্রটি অর্ধ কোটিরও বেশি টাকার অবৈধ ই-ট্রানজেকশন করেছে বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে আরএমপির বোয়ালিয়া থানায় মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত