Ajker Patrika

র‍্যাব সদর দপ্তরে রাসেল, কাল ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২১: ৪৫
র‍্যাব সদর দপ্তরে রাসেল, কাল ব্রিফিং

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ বৃহস্পতিবার বিকেলে তাঁদের গ্রেপ্তারের পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে র‍্যাব সদর দপ্তরে সাংবাদিকদের এ সংক্রান্ত সংক্ষিপ্ত ব্রিফ করেন বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ইভ্যালির রাসেল ও তাঁর স্ত্রীকে র‍্যাব সদর দপ্তরে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। বিকেলের অভিযানে তাঁদের বাসা থেকে ব্যবসায়িক নথিপত্র জব্দ করা হয়েছে।

আগামীকাল শুক্রবার সকালে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে বলে জানান র‍্যাবের মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এর আগে আজ বিকেলে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের বাসায় অভিযান শুরু করে র‍্যাব। বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বাসার গেটে অবস্থান নেয় র‍্যাব সদস্যরা। বিকেল সোয়া ৫টার দিকে তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন।

প্রতারণার অভিযোগে গতকাল বুধবার রাতে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন মো. আরিফ বাকের নামে একজন গ্রাহক। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা। মামলায় ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে এক নম্বর আসামি ও চেয়ারম্যান শামীমাকে দুই নম্বর আসামি করা হয়। মামলায় আরও কয়েকজন ‘অজ্ঞাতনামাকে’ আসামি করা হয়েছে।

মামলার এজাহারে আরিফ বাকের উল্লেখ করেছেন, ইভ্যালির অনলাইন প্ল্যাটফর্মে ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকার পণ্য অর্ডার করেছেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা পাননি। নিরুপায় হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তিনি মামলা করেছেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত