Ajker Patrika

ঝালমুড়ি বিক্রেতাকে পিটিয়েছে ঢাবি ছাত্রলীগ নেতা

প্রতিনিধি, ঢাবি
ঝালমুড়ি বিক্রেতাকে পিটিয়েছে ঢাবি ছাত্রলীগ নেতা

পাওনা টাকা চাওয়ায় ঝালমুড়ি বিক্রেতাকে পেটানোর অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম রবির বিরুদ্ধে। রবিউল বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসিন হলের আবাসিক শিক্ষার্থী। ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অনুসারী এবং ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। 

গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ঝালমুড়ি বিক্রেতা টিএসসি, কলাভবন, সামাজিক বিজ্ঞান ভাবন এলাকায় ঝালমুড়ি বিক্রি করেন। সকলের কাছে তিনি 'ভান্ডারি মামা' নামে পরিচিত। 

ঘটনাস্থলে উপস্থিত থাকা একজন ফেসবুকে লিখেন রবিউল ইসলাম রবি নামের ওই ছাত্রলীগ নেতা টিএসসির জনতা ব্যাংক শাখার সামনে একজন ঝালমুড়ি বিক্রেতার জামার কলার ধরে মারধরের উপক্রম করছেন। 

ঘটনাস্থলে উপস্থিত আশপাশের বেশ কয়েকজন এ সময় ওই ছাত্রলীগ নেতাকে নিবৃত্ত করতে এগিয়ে গিয়ে তাঁর পরিচয় জানতে চান। তিনি নিজের নাম না বলে নিজেকে ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট পরিচয় দিয়ে বলেন, এটা অন্যদের দেখার বিষয় না। 

ওই ঝালমুড়ি বিক্রেতা এ সময় দাবি করেন, রবিউল ইসলাম রবি নামে ছাত্রলীগের এই নেতা পূর্বেও বিভিন্ন সময় তাঁর কাছ থেকে ঝালমুড়ি কিনে টাকা দেননি। টাকা চাওয়ায় সে আমাকে মারধর করেছে। আমার আর কোন অপরাধ নেই। 

বাগ্বিতণ্ডার এ সময় রবিউল ইসলাম আবার উত্তেজিত হয়ে যান। আগের পাওনা টাকার প্রসঙ্গ তুলে কেন তাঁকে দোষ দেওয়া হচ্ছে এ কথা বলে তিনি ওই ঝালমুড়ি বিক্রেতাকে মারধর শুরু করেন। এ সময় আশপাশ থেকে উৎসুক আরও কিছু মানুষ এগিয়ে এলে রবিউল ইসলাম তাঁকে মারধর করা বন্ধ করেন। 

প্রত্যক্ষদর্শীরা কেন মারধর করেছেন জিজ্ঞেস করলে রবিউল ইসলাম বলেন, ঝালমুড়ি কিনতে চাইলে ওই ঝালমুড়ি বিক্রেতা তাঁর সঙ্গে বেয়াদবি করেছেন, তাই রাগান্বিত হয়ে তিনি এ কাজ করেছেন। 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আমি সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি শুনেছি। আমার কাছে লিখিত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

অভিযোগের বিষয়ে জানার জন্য রবিউল ইসলাম রবির সঙ্গে মুঠোফোনে একাধিক যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। 

অভিযোগের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, এরকম একটি বিষয়ে আমরা শুনেছি। এরকম কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বিষয়টি দুঃখজনক। ছাত্রলীগে এদের কোন স্থান নেই। সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে সাদ্দাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ‘সন্ত্রাসী খেল’ ফাঁস করে দিলেন জঙ্গিগোষ্ঠী জইশের সদস্য

বিদেশে চিকিৎসা নিয়ে আসিফ নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট নতুন করে ভাইরাল করলেন হাসনাত

‘সোহরাব-রুস্তম’ সিনেমায় ইলিয়াস কাঞ্চনের নায়িকার জীবনের করুণ অবসান!

৫ ইসলামি ব্যাংকে বসছে প্রশাসক, একীভূতকরণে লাগবে দুই বছর: বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত