নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফেসবুকের বিভিন্ন আইডি ও গ্রুপে হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ শিশুদের ছবি পোস্ট করে চিকিৎসার জন্য সাহায্য চাইতেন তাঁরা। সঙ্গে জুড়ে দেওয়া হতো বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। কোনো কিছু যাচাই না করে অনেকে সেই নম্বরে টাকা পাঠাতেন। এভাবে অর্থ হাতিয়ে নিচ্ছিল চক্রটি।
সম্প্রতি পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জার নজরে আসে এমন একটি পোস্ট। তিনি পুনাকের পক্ষ থেকে শিশুটির বাবাকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য চিকিৎসাপত্রসহ তাঁদের ডেকে পাঠান। কিন্তু শিশুটির বাবা পরিচয় দেওয়া ব্যক্তিটি আসছিলেন না। এরই মধ্যে একই ছবি ব্যবহার করে অন্য আইডি থেকে একটি পোস্ট করা হয়। এতেই সন্দেহের দানা বাঁধে। বিষয়টি ক্ষতিয়ে দেখতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে অনুরোধ করেন পুনাক সভানেত্রী।
সিটিটিসির সাইবার ক্রাইম ইউনিটের অনুসন্ধানে বেরিয়ে আসে প্রতারক চক্রের হদিস। অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— রেজাউল ইসলাম, হাফিজুল ইসলাম, মেহেদী হাসান ওরফে আকাশ ও তানভীর আহাম্মেদ। তাঁদের কাছে পাওয়া গেছে বিভিন্ন নামে ২৭টি ভুয়া ফেসবুক আইডি, ১০টি মোবাইল ফোন, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টসহ ১৫টি সিম কার্ড। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ২ লাখ টাকাও জব্দ করা হয়।
প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তারের বিষয়ে সিটিটিসির সাইবার ক্রাইম ইউনিটের ইন্টারনেট রেফারেল টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) ধ্রুব জ্যোতির্ময় গোপ জানান, প্রতারক চক্রটি দেশি-বিদেশি অসুস্থ ব্যক্তিদের ছবি সংগ্রহ করে। এরপর বিভিন্ন গ্রুপে ভুয়া আইডি দিয়ে চিকিৎসার নামে সাহায্যের আবেদন করে পোস্ট করে আসছিল। আর এই ছবির সঙ্গে তারা আবেগঘন আবেদন লিখে সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে টাকা হাতিয়ে নিত। এভাবে চক্রটি প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
ধ্রুব জ্যোতির্ময় আরও জানান, এই চক্রের কর্মকাণ্ড জানার পরে তথ্য প্রযুক্তির সহায়তায় চক্রের সদস্যদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার রংপুর থেকে রেজাউল, হাফিজুল ও আকাশকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাত ১০টায় মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রতারক চক্রের আরেক সদস্য তানভীরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ফেসবুকের বিভিন্ন আইডি ও গ্রুপে হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ শিশুদের ছবি পোস্ট করে চিকিৎসার জন্য সাহায্য চাইতেন তাঁরা। সঙ্গে জুড়ে দেওয়া হতো বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। কোনো কিছু যাচাই না করে অনেকে সেই নম্বরে টাকা পাঠাতেন। এভাবে অর্থ হাতিয়ে নিচ্ছিল চক্রটি।
সম্প্রতি পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জার নজরে আসে এমন একটি পোস্ট। তিনি পুনাকের পক্ষ থেকে শিশুটির বাবাকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য চিকিৎসাপত্রসহ তাঁদের ডেকে পাঠান। কিন্তু শিশুটির বাবা পরিচয় দেওয়া ব্যক্তিটি আসছিলেন না। এরই মধ্যে একই ছবি ব্যবহার করে অন্য আইডি থেকে একটি পোস্ট করা হয়। এতেই সন্দেহের দানা বাঁধে। বিষয়টি ক্ষতিয়ে দেখতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে অনুরোধ করেন পুনাক সভানেত্রী।
সিটিটিসির সাইবার ক্রাইম ইউনিটের অনুসন্ধানে বেরিয়ে আসে প্রতারক চক্রের হদিস। অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— রেজাউল ইসলাম, হাফিজুল ইসলাম, মেহেদী হাসান ওরফে আকাশ ও তানভীর আহাম্মেদ। তাঁদের কাছে পাওয়া গেছে বিভিন্ন নামে ২৭টি ভুয়া ফেসবুক আইডি, ১০টি মোবাইল ফোন, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টসহ ১৫টি সিম কার্ড। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ২ লাখ টাকাও জব্দ করা হয়।
প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তারের বিষয়ে সিটিটিসির সাইবার ক্রাইম ইউনিটের ইন্টারনেট রেফারেল টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) ধ্রুব জ্যোতির্ময় গোপ জানান, প্রতারক চক্রটি দেশি-বিদেশি অসুস্থ ব্যক্তিদের ছবি সংগ্রহ করে। এরপর বিভিন্ন গ্রুপে ভুয়া আইডি দিয়ে চিকিৎসার নামে সাহায্যের আবেদন করে পোস্ট করে আসছিল। আর এই ছবির সঙ্গে তারা আবেগঘন আবেদন লিখে সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে টাকা হাতিয়ে নিত। এভাবে চক্রটি প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
ধ্রুব জ্যোতির্ময় আরও জানান, এই চক্রের কর্মকাণ্ড জানার পরে তথ্য প্রযুক্তির সহায়তায় চক্রের সদস্যদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার রংপুর থেকে রেজাউল, হাফিজুল ও আকাশকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাত ১০টায় মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রতারক চক্রের আরেক সদস্য তানভীরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫