Ajker Patrika

দিনাজপুর থেকে অপহৃত কিশোরী ফতুল্লায় উদ্ধার, গ্রেপ্তার ১ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
দিনাজপুর থেকে অপহৃত কিশোরী ফতুল্লায় উদ্ধার, গ্রেপ্তার ১ 

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহরণের শিকার হওয়া এক কিশোরীকে (১৬) উদ্ধার করেছে র‍্যাব-১১। এ ঘটনায় হানিফুর রহমান ওরফে আরিফুল (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে ফতুল্লার কুতুবপুর থেকে কিশোরীটিকে উদ্ধার করা হয়। গত ২১ জুলাই দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা থেকে অপহৃত হয় সে। 

সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‍্যাব। গ্রেপ্তার আরিফুল উপজেলার দৌলতপুর এলাকার বাসিন্দা। 

র‍্যাবের এএসপি রিজওয়ান সাঈদ জিকু বলেন, ‘গত ১৪ জুলাই আরিফুল ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয়। বিষয়টি কিশোরী তার নানিকে জানায়। এ নিয়ে কিশোরীর নানি আরিফুলকে বকা দিলে তিনি ক্ষিপ্ত হন। গত ২১ জুলাই কিশোরীকে তার বাড়ির পাশের রাস্তা থেকে সহযোগীদের নিয়ে অপহরণ করেন আরিফুল। এই ঘটনায় ফুলবাড়ি থানায় অপহরণ মামলা দায়ের করে ভুক্তভোগী কিশোরীর পরিবার। 

তিনি আরও জানান, উদ্ধার হওয়া কিশোরীকে তার পরিবারের কাছে হস্তান্তর এবং আসামিকে ফুলবাড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত