Ajker Patrika

সীমান্ত হত্যায় সরকার বিরক্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ২২: ৫৪
সীমান্ত হত্যায় সরকার বিরক্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

সীমান্ত হত্যার ঘটনা সরকারকে বিব্রত করে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ ধরনের ঘটনায় বাংলাদেশ ও ভারতের সম্পর্কের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয় না।

ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক সেমিনারে আজ বুধবার প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের সম্পর্কের ক্ষেত্রে এটা (সীমান্তে হত্যা) একটা বিরক্তের জায়গা। এতে কোনো সন্দেহ নেই। এটা আমাদের বিব্রত করে।’ 

গত এক সপ্তাহে বাংলাদেশের তিন নাগরিক বিএসএফের গুলিতে হত্যার বিষয়টি কূটনৈতিক চ্যানেলে ভারত সরকারকে জানানো হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘সীমান্ত হত্যায় দুই দেশের প্রতিবেশীসুলভ সম্পর্কের ব্যত্যয় ঘটে, এটা ভারতকে জানানো হয়েছে।’ 

লালমনিরহাটসহ কিছু জায়গায় বিএসএফের গুলি কেন মানুষের পায়ে বা হাতে লাগছে না—এমন প্রশ্ন তুলে প্রতিমন্ত্রী বলেন, ‘কিছু কিছু জায়গায় সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নেমে এসেছে।’ সামনের দিনগুলোতে সীমান্ত হত্যা কমে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সরকার এ বিষয়ে সব সময় সোচ্চার থাকবে। 

বাংলাদেশ-ভারতের ‘অনন্য বন্ধুত্বে ‘দুই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির আমল শীর্ষক এই সেমিনারে বক্তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশের নাগরিকদের হত্যা বন্ধ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। 

দক্ষিণ এশিয়া মৌলবাদবিরোধী ফোরামের সভাপতি সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন মঞ্জু, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, দিল্লির বেনেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অয়নজিৎ সেন সেমিনারে বক্তব্য দেন। আয়োজক প্রতিষ্ঠান সূর্যবার্তার অধ্যাপক ওমর সেলিম শের সভাপতিত্ব করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত