Ajker Patrika

শাহজালাল বিমানবন্দরে প্রায় ২ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
শাহজালাল বিমানবন্দরে প্রায় ২ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেপ্তার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণসহ মানিক মিয়া নামের এক যাত্রীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বিমানবন্দরের ৬ নম্বর ব্রিজ থেকে গতকাল সোমবার রাত ৯টা ৫ মিনিটের তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের পর তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে দুই কেজি ওজনের ২১টি স্বর্ণের বার এবং ৯৮ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। জব্দকৃত মোট ২ কেজি ৫৪৫ গ্রাম স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। 

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে ১ কোটি ৮০ টাকা মূল্যের স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

আহমেদুর রেজা বলেন, ‘গ্রেপ্তার হওয়া মানিক সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি৯ ৫১০ ফ্লাইটে রাত ৯টা ৫ মিনিটে বিমানবন্দরে অবতরণ করেন। পরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এনে তাঁর তল্লাশি নেওয়া হয়। এ ছাড়া তাঁর সঙ্গে থাকা ব্যাগ স্ক্যান ও তল্লাশি করে এসব স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়।’ 

এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধার শোধ না করায় অতিরিক্ত এসপিকে তিরস্কার

ট্রাম্প বরখাস্ত করেছেন শুনে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বললেন, উনি করার কে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

বিতর্কিত মন্তব্যে পাকিস্তানে জনপ্রিয় আলেম ইঞ্জিনিয়ার আলি মির্জা গ্রেপ্তার

শহীদ আবু সাঈদকে আমিই একুশ শতাব্দীর প্রথম ‘বীরশ্রেষ্ঠ’ বলেছিলাম—বিএনপির নোটিশের জবাবে ফজলুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত