Ajker Patrika

সখীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সখীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাবিবুর রহমান নামে ৬৫ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বৈলারপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

হাবিবুর রহমান ওই এলাকার মৃত ওয়াজেদ আলী ওরফে আবদুল হামিদের ছেলে। 

ওই স্কুলছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান নামের ওই বৃদ্ধ কয়েক মাস আগে স্কুলছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রথমবার ধর্ষণ করেন। পরে নানা ভয়ভীতি ও হুমকি-ধমকি দিয়ে আরও বেশ কয়েকবার ধর্ষণ করেন। সম্প্রতি স্কুলছাত্রীর শারীরিক গঠনে পরিবর্তন আসে। ডাক্তারি পরীক্ষায় স্কুলছাত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে ধরা পড়ে। 

এ ঘটনায় বুধবার সকালে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন। মামলার ভিত্তিতে পুলিশ বুধবার অভিযুক্ত বৃদ্ধ হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে। 

কাকড়াজান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. দুলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। এটা অবশ্যই লজ্জাজনক ঘটনা। এ বিষয়ে কোনো সালিস-বৈঠক চলে না। আইনগতভাবেই এর সঠিক বিচার হওয়া উচিত।’ 

স্কুলছাত্রীর বাবা বলেন, ‘আমার কিছু বলার নাই। ঘটনার সঠিক তদন্ত করে উপযুক্ত বিচার চাই।’ 

এ বিষয়ে সখীপুর থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। দুপুরে তাঁকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত