Ajker Patrika

সালথায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি। 
আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৭: ২৫
সালথায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে আরিফ খান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে। এর আগে গতকাল সকালে ওই মাদ্রাসাছাত্রীর মা বাদী হয়ে সালথা থানায় একটি ধর্ষণ মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক।

এ নিয়ে ওসি শেখ সাদিক বলেন, ‘বিষয়টি জানার পর মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে বিস্তারিত জেনে তাঁকে ডাক্তারি পরীক্ষা করা হয় এবং এতে ধর্ষণের আলামত পাওয়া যায়। এরপর ওই ছাত্রীর মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেছেন। মামলার পরই প্রধান অভিযুক্ত আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ নিয়ে ওই মাদ্রাসাছাত্রী বলেন, ‘গত সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় এক বন্ধুর সঙ্গে বাড়ির পাশে গল্প করছিলাম। এ সময় আরিফসহ তাঁর দুই সহযোগী মারুফ মাতুব্বর (২১) ও ইমন মাতুব্বর (২২) আমার বন্ধুকে মারধর করে তাড়িয়ে দেন। পরে আমাকে ধরে স্থানীয় একটি মাঠের গম খেতের আইলে নিয়ে ধর্ষণ করেন আরিফ খান। এ সময় মারুফ আর ইমন পাহারা দেন। একপর্যায়ে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে এবং তারা পালিয়ে যায়। বিষয়টি পরিবারকে জানালে আমার মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত