নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চেক প্রতারণার তিন মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান তাঁর স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা পৃথকভাবে এই আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
চেক প্রতারণার অভিযোগে গত ৪ ফেব্রুয়ারি ঢাকার আদালতে রাসেল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক তিনটি চেক প্রতারণার মামলা করেন মাইন উদ্দিন, তানভীর আহমেদ ও তৌফিক মাহমুদ। আদালত তিনটি মামলা আমলে নিয়ে দুজনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। তবে আজ সোমবার আদালতে হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
ভুক্তভোগী মাইন উদ্দিনের অভিযোগ একটি মোটরসাইকেল কেনার জন্য ২০২১ সালের ২৬ মার্চ তিনি ইভ্যালিকে ১ লাখ ৬০ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু ইভ্যালি তাঁকে মোটরসাইকেল বুঝিয়ে দেয়নি। পরে একটি চেক দিয়েছিল ইভ্যালি। সেই চেক ব্যাংকের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়। ভুক্তভোগী অন্য দুজনও মোটরসাইকেল কেনার জন্য এভাবে ইভ্যালিকে টাকা দেন। মোটরসাইকেলও দেয়নি, টাকাও ফেরত দেয়নি ইভ্যালি। চেক দেওয়ার পরে ওই চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়। পরে ওই দুজনও মামলা করেন।
২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ১৯ ডিসেম্বর রাসেল জামিনে মুক্তি পান। তাঁর স্ত্রীও জামিনে মুক্তি পান।
চেক প্রতারণার তিন মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান তাঁর স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা পৃথকভাবে এই আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
চেক প্রতারণার অভিযোগে গত ৪ ফেব্রুয়ারি ঢাকার আদালতে রাসেল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক তিনটি চেক প্রতারণার মামলা করেন মাইন উদ্দিন, তানভীর আহমেদ ও তৌফিক মাহমুদ। আদালত তিনটি মামলা আমলে নিয়ে দুজনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। তবে আজ সোমবার আদালতে হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
ভুক্তভোগী মাইন উদ্দিনের অভিযোগ একটি মোটরসাইকেল কেনার জন্য ২০২১ সালের ২৬ মার্চ তিনি ইভ্যালিকে ১ লাখ ৬০ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু ইভ্যালি তাঁকে মোটরসাইকেল বুঝিয়ে দেয়নি। পরে একটি চেক দিয়েছিল ইভ্যালি। সেই চেক ব্যাংকের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়। ভুক্তভোগী অন্য দুজনও মোটরসাইকেল কেনার জন্য এভাবে ইভ্যালিকে টাকা দেন। মোটরসাইকেলও দেয়নি, টাকাও ফেরত দেয়নি ইভ্যালি। চেক দেওয়ার পরে ওই চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়। পরে ওই দুজনও মামলা করেন।
২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ১৯ ডিসেম্বর রাসেল জামিনে মুক্তি পান। তাঁর স্ত্রীও জামিনে মুক্তি পান।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১৮ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫