Ajker Patrika

বিলাসবহুল গাড়িতে ঢাকায় আসছে মাদক, অভিযানে গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ৫৬
বিলাসবহুল গাড়িতে ঢাকায় আসছে মাদক, অভিযানে গ্রেপ্তার ৫

বিলাসবহুল গাড়িতে করে কুমিল্লা থেকে ঢাকায় মাদক আসছে এমন তথ্য পেয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকায় চেকপোস্ট বসিয়েছিল র‍্যাব-৩। আজ মঙ্গলবার ভোরে পৃথক অভিযানে পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার'রা হলেন-মোমিন মিয়া মজুমদার (৪৮), শরিফ মিয়া (২০), জাহিদুল (১৮), পবন (৩৫) ও শ্রী মিঠুন সুত্রধর (৩১)। তাদের কাছ থেকে গাঁজা, ফেনসিডিল, বিদেশি মদ, একটি পাজেরো কার ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক তথ্যটি জানিয়েছেন।

ফারজানা হক বলেন, অভিনব কায়দায় পাজেরো গাড়ির পেছনের সিটের ভেতরে করে তারা নিয়মিত মাদক পাচার করে আসছিল।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

মাদক সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত