Ajker Patrika

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হরিরামপুরে সংঘর্ষ, আহত ১৫

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হরিরামপুরে সংঘর্ষ, আহত ১৫

ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মানিকগঞ্জের হরিরামপুরের আজিমনগর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুর্গম চর আজিমনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. বিল্লাল হোসেনের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আরব আলীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। 

জানা গেছে, উভয় পক্ষের সংঘর্ষে মো. বিল্লাল হোসেনের ১০ সমর্থক এবং আরব আলীর ৫ সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত হওয়ায় ১২ জনকে পাঠানো হয়েছে মানিকগঞ্জ সদর হাসপাতালে। 

নৌকা প্রতীকের প্রার্থী মো. বিল্লাল হোসেন বলেন, ‘আজ দুপুরে আমার সমর্থকেরা নির্বাচনী প্রচার প্রচারণা করতে গেলে প্রায় ৪০ / ৫০ জন বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমার সমর্থকদের ওপর অতর্কিত হামলা করে আরব আলীর সমর্থকেরা। হামলায় আমার ১০ জন সমর্থক গুরুতর আহত হয়েছেন।’ 

ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষস্বতন্ত্র প্রার্থী আরব আলী বলেন, ‘গত কয়েক দিনে আমার সমর্থকদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল বিল্লাল বাহিনী। আজ দুপুরের দিকে আমার সমর্থকেরা ভোটারদের বাড়িতে নির্বাচনী প্রচারণায় গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।’ 

এ বিষয়ে হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. লিটন বলেন, ‘দুপুরের দিকে ১০ জন আহত রোগী এবং বিকেলের দিকে আরও ৫ জনসহ মোট ১৫ জন চিকিৎসা নিতে এসেছিল। এর মধ্যে দুজনকে ভর্তি করা হয়েছে। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। বাকিদের অবস্থা গুরুতর হওয়ায় মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত