Ajker Patrika

৪৮ ঘণ্টায় হত্যা মামলার চার্জশিট

প্রতিনিধি, হরিরামপুর (মানিকগঞ্জ)
আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৫: ৩৫
৪৮ ঘণ্টায় হত্যা মামলার চার্জশিট

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গৃহবধূ হত্যা মামলার ৪৮ ঘণ্টার মধ্যে চার্জশিট প্রদান করেছে হরিরামপুর থানার পুলিশ। গতকাল মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় এই চার্জশিট প্রদান করে পুলিশ। 

নিহত গৃহবধূর নাম নাজমা বেগম (৪০) এবং তিনি বাল্লা ইউনিয়নের ইমলাম সরদারের স্ত্রী। এই হত্যা মামলার আসামি মো. রফিক মিয়া (৪২) এবং তিনি একই এলাকার শফিকুল ইসলামের ছেলে। 

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জুলাই সকালে উপজেলার বাল্লা ইউনিয়নে পূর্বশত্রুতার জের ধরে নাজমা বেগমকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন একই এলাকার মো. রফিক মিয়া। খরর পেয়ে নাজমা বেগমের ছেলে ও স্বামী ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। এরপর ঘটনার দিনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

নিহতের ছেলে মো. জনি মিয়া (১৯) হরিরামপুর থানায় মামলা (মামলা নম্বর-০১, ধারা-৩০২) দায়ের করেন। উক্ত মামলার পরিপ্রেক্ষিতে ওই দিনই মামলা রুজু করা হয়। এরপর আসামিকে জেলার শিবালয় থানাধীন ফেচুয়াধারা বাজার থেকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

পুলিশ জানায়, উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদিনগর এলাকায় গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় আসামিকে ওই দিন গ্রেপ্তার করা হয়। হরিরামপুরে কোনো হত্যাকাণ্ডের ঘটনায় এটিই দ্রুততম চার্জশিট বলে জানিয়েছে পুলিশ। 

হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, মঙ্গলবার ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরপরই অভিযুক্ত রফিককে একমাত্র আসামি করে পুলিশ ৪৮ ঘণ্টার মধ্যে চার্জশিট প্রদান করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত