Ajker Patrika

নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগ, প্রধান শিক্ষককে চূড়ান্ত বরখাস্ত

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগ, প্রধান শিক্ষককে চূড়ান্ত বরখাস্ত

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অপকর্মের দায়ে পাইস্কা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় এলাকাবাসী বরখাস্তের খবরে এলাকায় মিষ্টি বিতরণ করেন। আজ মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিয়ার রহমান খান বরখাস্তের তথ্য নিশ্চিত করেছেন।

বরখাস্তের নোটিশ থেকে জানা যায়, আসাদুজ্জামান আসাদ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ পাওয়ার পর থেকে নারী কেলেঙ্কারি, অর্থ আত্মসাৎ, একাধিক নিয়োগ বাণিজ্য, স্কুল কমিটির সভাপতির স্বাক্ষর জাল, নোটিশ ও রেজুলেশন ছাড়াই অর্থের অনুমোদন দেখানো, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া বিদ্যালয়ের সম্পত্তি বেআইনিভাবে বিক্রিসহ বিভিন্ন অপরাধে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাঁকে বরখাস্ত করে।

স্কুল সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয় গভর্নিং বডির সাবেক সভাপতি ও পাইস্কা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ বজলুর সুবাদে ২০১৩ সালের ৭ অক্টোবর প্রধান শিক্ষক পদে নিয়োগ পান আসাদুজ্জামান আসাদ। এরপর থেকেই স্কুলছাত্রী ও তাদের মায়েদের ফাঁদে ফেলে বিয়েসহ নানা অপকর্ম করেন। এলাকাবাসী তাঁর বিচার চেয়ে একাধিকবার মানববন্ধন করে স্মারকলিপি দেন। এরই পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ১২ অক্টোবরে বিদ্যালয় গভর্নিং বডি তাঁকে সাময়িক বরখাস্ত করে। নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত আসাদুজ্জামানের বিরুদ্ধে মামলা করেন তাঁর প্রথম স্ত্রী।

 এ ব্যাপারে জানতে চাইলে পাইস্কা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সোলাইমান হোসেন বলেন, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সচিব অধ্যাপক আজাদ হোসেন চৌধুরীর ২৫ সেপ্টেম্বর স্বাক্ষরিত চিঠিতে তাঁকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ গত শনিবার (১ অক্টোবর) আদেশের কপি পেয়েছে।’

বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি রফিকুল ইসলাম বাবুল বলেন, ‘এলাকাবাসী গত সোমবার বিষয়টি জেনে এলাকায় মিষ্টি বিতরণ করেছে। বিদ্যালয়ের শিক্ষার মান ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত