Ajker Patrika

শিবচরে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২ 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শিবচরে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২ 

মাদারীপুর জেলার শিবচরে এক তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরের দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আবু খালাসীর ছেলে সাগর খালাসী (১৯) এবং ফালান শেখের ছেলে আল আমিন শেখ।

এর আগে রোববার রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে চার যুবকের নামে মামলা দায়ের করেন। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে শিবচর পুলিশ। গত ৮ মে জেলার শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের পদ্মার চর এলাকার তাহের শিকদারের কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচরের এক হতদরিদ্র দিনমজুর পরিবারের ১৯ বছর বয়সী মেয়েটি গত ৮ মে বিকেলে জামা-কাপড় কিনতে স্থানীয় বাজারে যায়। বাড়ি ফেরার সময় সন্ধ্যার দিকে স্থানীয় একটি ব্রিজের ওপর আড্ডা দিতে থাকা অভিযুক্তরা মেয়েটির গতিরোধ করে মোবাইল নম্বর চান। নম্বর না দিয়েই মেয়েটি তড়িঘড়ি করে বাড়ির পথে হাটতে থাকলে পিছু নেন তাঁরা। এরপর একটি নির্জন স্থানের পৌঁছালে পেছন থেকে মুখ চেপে পাশে একটি পাট খেতে নিয়ে তাঁকে ধর্ষণ করে। একপর্যায়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এলে যুবকেরা পালিয়ে যান এবং এ ঘটনা কাউকে না জানাতেও হুমকি দেন তাঁরা।

ঘটনাটি জানাজানি হলে ৬ দিন পর রোববার রাতে ওই এলাকার বাক্কাস মোল্লার ছেলে হাসান মোল্লা (২১), লাল মিয়া শিকদারের ছেলে মেহেদী শিকদার (২১), আবু খালাসীর ছেলে সাগর খালাসী (১৯) এবং ফালান শেখের ছেলে আল আমিন শেখ (২৪) এর নামে বাদী হয়ে ভুক্তভোগী মামলা দায়ের করেন। এরপরই অভিযুক্তদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ।

ভুক্তভোগীর দিনমজুর বাবা অভিযোগ করে জানান, হতদরিদ্র হওয়ায় ভয়ে এবং একই সঙ্গে মেয়েটি অসুস্থ থাকার কারণে ঘটনার পর পরই থানায় যেতে পারেননি। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভয় দিলে রোববার রাতে গিয়ে অভিযুক্ত চার যুবকের নামে মামলা দায়ের করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘মামলা দায়েরের পরই আমরা অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছি। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। শিগগিরই তাদের গ্রেপ্তারে সক্ষম হব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত