নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ বিমানের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার মামলায় দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেননি ঢাকা সাইবার ট্রাইব্যুনাল। আজ সোমবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত অভিযোগপত্র গ্রহণ না করে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল হাসান আজকের পত্রিকাকে বলেন, কোন সংস্থা অধিকতর তদন্ত করবে, সে বিষয়ে ট্রাইব্যুনাল এখনো আদেশ দেননি।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্তে কিছু ভুলভ্রান্তি থাকায় অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামীম বলেন, আদেশ পাওয়ার পর বিস্তারিত জানানো যাবে কেন অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২২ জুন ডিবি পুলিশের পরিদর্শক মো. আলমগীর হোসেন পাটোয়ারী আদালতে এই অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
চার্জশিটে বলা হয়, ২০২২ সালের ২১ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার তারিখ ধার্য ছিল। কিন্তু পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। একপর্যায়ে নিয়োগ পরীক্ষার বাতিল ঘোষণা করা হয়। পরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত করতে গিয়ে দেখা যায়, প্রশ্নপত্র যাঁদের হেফাজতে থাকার কথা, তাঁরাই বিভিন্নভাবে প্রশ্নপত্র ফাঁস করেন। সাক্ষ্য প্রমাণে বিমানের ২৬ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে এই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
চার্জশিটে তদন্ত কর্মকর্তা আরও উল্লেখ করেন, বিমানের কর্মকর্তা-কর্মচারীরা অসৎ উদ্দেশে অর্থের বিনিময়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, সংগ্রহ, বিতরণ এবং ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তাঁরা সবাই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ক্রয়-বিক্রয়, মিডিয়া ও বিতরণকারী চক্রের সদস্য মর্মে প্রমাণিত হয়।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন বাংলাদেশ বিমানের নিরাপত্তা বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মেজর তাইজ ইবনে আনোয়ার, মোটর ট্রান্সপোর্ট (এমটি) অপারেটর জাহাঙ্গীর আলমসহ ৩০ জন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০২২ সালের ২১ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ১২টি পদে নিয়োগ পরীক্ষার তারিখ ধার্য ছিল। তবে এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পরে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে তা স্থগিত করা হয়।
এদিকে ওই দিন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়ায় তাৎক্ষণিকভাবে পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রার্থীরা। তবে কিছুক্ষণ পর প্রার্থীরা কেন্দ্র থেকে চলে যান। পরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিমানবন্দর থানায় গত বছরের ২৬ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।
প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়োগ পরীক্ষার পদগুলো হলো জুনিয়র টেইলর কাম আপ হোলস্টার, প্রি-প্রেস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র এমটি মেকানিক, জুনিয়র এয়ারকন মেকানিক, জুনিয়র ওয়েল্ডার জিএসই, জুনিয়র পেইন্টার জিএসই, জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই, জুনিয়র মেকানিক জিএই (ক্যাজুয়াল), জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল) ও জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল)।
বাংলাদেশ বিমানের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার মামলায় দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেননি ঢাকা সাইবার ট্রাইব্যুনাল। আজ সোমবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত অভিযোগপত্র গ্রহণ না করে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল হাসান আজকের পত্রিকাকে বলেন, কোন সংস্থা অধিকতর তদন্ত করবে, সে বিষয়ে ট্রাইব্যুনাল এখনো আদেশ দেননি।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্তে কিছু ভুলভ্রান্তি থাকায় অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামীম বলেন, আদেশ পাওয়ার পর বিস্তারিত জানানো যাবে কেন অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২২ জুন ডিবি পুলিশের পরিদর্শক মো. আলমগীর হোসেন পাটোয়ারী আদালতে এই অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
চার্জশিটে বলা হয়, ২০২২ সালের ২১ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার তারিখ ধার্য ছিল। কিন্তু পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। একপর্যায়ে নিয়োগ পরীক্ষার বাতিল ঘোষণা করা হয়। পরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত করতে গিয়ে দেখা যায়, প্রশ্নপত্র যাঁদের হেফাজতে থাকার কথা, তাঁরাই বিভিন্নভাবে প্রশ্নপত্র ফাঁস করেন। সাক্ষ্য প্রমাণে বিমানের ২৬ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে এই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
চার্জশিটে তদন্ত কর্মকর্তা আরও উল্লেখ করেন, বিমানের কর্মকর্তা-কর্মচারীরা অসৎ উদ্দেশে অর্থের বিনিময়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, সংগ্রহ, বিতরণ এবং ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তাঁরা সবাই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ক্রয়-বিক্রয়, মিডিয়া ও বিতরণকারী চক্রের সদস্য মর্মে প্রমাণিত হয়।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন বাংলাদেশ বিমানের নিরাপত্তা বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মেজর তাইজ ইবনে আনোয়ার, মোটর ট্রান্সপোর্ট (এমটি) অপারেটর জাহাঙ্গীর আলমসহ ৩০ জন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০২২ সালের ২১ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ১২টি পদে নিয়োগ পরীক্ষার তারিখ ধার্য ছিল। তবে এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পরে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে তা স্থগিত করা হয়।
এদিকে ওই দিন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়ায় তাৎক্ষণিকভাবে পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রার্থীরা। তবে কিছুক্ষণ পর প্রার্থীরা কেন্দ্র থেকে চলে যান। পরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিমানবন্দর থানায় গত বছরের ২৬ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।
প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়োগ পরীক্ষার পদগুলো হলো জুনিয়র টেইলর কাম আপ হোলস্টার, প্রি-প্রেস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র এমটি মেকানিক, জুনিয়র এয়ারকন মেকানিক, জুনিয়র ওয়েল্ডার জিএসই, জুনিয়র পেইন্টার জিএসই, জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই, জুনিয়র মেকানিক জিএই (ক্যাজুয়াল), জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল) ও জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল)।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫