Ajker Patrika

ঢাকার ধানমন্ডিতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ, বরিশাল থেকে গ্রেপ্তার আসামি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৬: ৩৯
ঢাকার ধানমন্ডিতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ, বরিশাল থেকে গ্রেপ্তার আসামি 

রাজধানীর ধানমন্ডি এলাকায় ভবনের ছাদে নিয়ে তরুণীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামিকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কোতোয়ালি থানার জর্ডান রোডে একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বাড়িটি আসামির সৎ বাবার বলে জানা গেছে।

গ্রেপ্তার যুবকের নাম মাহাদি হাসান জারিফ (২৫)। 

আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ধানমন্ডি ৩/এ সড়কের একটি ভবনের ছাদে এক শিক্ষার্থীকে নিয়ে ধর্ষণের ঘটনায় জড়িতকে গ্রেপ্তার করা হয়েছে। বরিশালে সৎ বাবার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়েছে।’ 

ওসি পারভেজ ইসলাম আরও বলেন, ‘গ্রেপ্তার মাহাদি পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তাঁকে গ্রেপ্তারের পর আমরা জানতে পেরেছি, ঢাকার কল্যাণপুরে তাঁর মামার বাসা। বরিশাল থেকে এসে এখানে থাকতেন। ধানমন্ডি লেক ও এর আশপাশে ঘুরে বেড়াতেন। এই এলাকায় তাঁর ফ্রেন্ড সার্কেল আছে। তাঁদের নিয়ে লেকে আসা বিভিন্ন মেয়ের সঙ্গে সখ্য গড়ে তুলতেন বলে স্বীকার করেছেন। এ ছাড়া একবার লেক থেকে সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলেও জানতে পেরেছি।’ 

ঘটনার দিনের কথা তুলে ধরে ওসি পারভেজ বলেন, ‘গত সোমবার ভুক্তভোগী শিক্ষার্থী বাসা থেকে অভিমান করে বের হয়ে ধানমন্ডি লেকে আসে। সে মন খারাপ করে বসে ছিল। এ সময় মাহাদি মেয়েটিকে টার্গেট করে। মেয়েটা সহজ-সরল হওয়ায় তার ফাঁদে পড়ে যায়। গ্রেপ্তার মাহাদি মেয়েটিকে নানাভাবে কথার ফাঁদে ফেলে বিভিন্ন দিকে ঘোরায়। এর একপর্যায়ে ৩/এ নম্বর সড়কের এ এম এম সেন্টার নামের একটি ভবনের সাততলার ছাদে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। পরে মেয়েটাকে রেখে সে পালিয়ে বরিশালে চলে যায়।’ 

এদিকে ঘটনার পরদিন মঙ্গলবার ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ধানমন্ডি থানায় অজ্ঞাত আসামি করে একটি ধর্ষণ মামলা করেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পরমাণু কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত