নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ধানমন্ডি এলাকায় ভবনের ছাদে নিয়ে তরুণীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামিকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কোতোয়ালি থানার জর্ডান রোডে একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বাড়িটি আসামির সৎ বাবার বলে জানা গেছে।
গ্রেপ্তার যুবকের নাম মাহাদি হাসান জারিফ (২৫)।
আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ধানমন্ডি ৩/এ সড়কের একটি ভবনের ছাদে এক শিক্ষার্থীকে নিয়ে ধর্ষণের ঘটনায় জড়িতকে গ্রেপ্তার করা হয়েছে। বরিশালে সৎ বাবার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়েছে।’
ওসি পারভেজ ইসলাম আরও বলেন, ‘গ্রেপ্তার মাহাদি পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তাঁকে গ্রেপ্তারের পর আমরা জানতে পেরেছি, ঢাকার কল্যাণপুরে তাঁর মামার বাসা। বরিশাল থেকে এসে এখানে থাকতেন। ধানমন্ডি লেক ও এর আশপাশে ঘুরে বেড়াতেন। এই এলাকায় তাঁর ফ্রেন্ড সার্কেল আছে। তাঁদের নিয়ে লেকে আসা বিভিন্ন মেয়ের সঙ্গে সখ্য গড়ে তুলতেন বলে স্বীকার করেছেন। এ ছাড়া একবার লেক থেকে সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলেও জানতে পেরেছি।’
ঘটনার দিনের কথা তুলে ধরে ওসি পারভেজ বলেন, ‘গত সোমবার ভুক্তভোগী শিক্ষার্থী বাসা থেকে অভিমান করে বের হয়ে ধানমন্ডি লেকে আসে। সে মন খারাপ করে বসে ছিল। এ সময় মাহাদি মেয়েটিকে টার্গেট করে। মেয়েটা সহজ-সরল হওয়ায় তার ফাঁদে পড়ে যায়। গ্রেপ্তার মাহাদি মেয়েটিকে নানাভাবে কথার ফাঁদে ফেলে বিভিন্ন দিকে ঘোরায়। এর একপর্যায়ে ৩/এ নম্বর সড়কের এ এম এম সেন্টার নামের একটি ভবনের সাততলার ছাদে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। পরে মেয়েটাকে রেখে সে পালিয়ে বরিশালে চলে যায়।’
এদিকে ঘটনার পরদিন মঙ্গলবার ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ধানমন্ডি থানায় অজ্ঞাত আসামি করে একটি ধর্ষণ মামলা করেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
রাজধানীর ধানমন্ডি এলাকায় ভবনের ছাদে নিয়ে তরুণীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামিকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কোতোয়ালি থানার জর্ডান রোডে একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বাড়িটি আসামির সৎ বাবার বলে জানা গেছে।
গ্রেপ্তার যুবকের নাম মাহাদি হাসান জারিফ (২৫)।
আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ধানমন্ডি ৩/এ সড়কের একটি ভবনের ছাদে এক শিক্ষার্থীকে নিয়ে ধর্ষণের ঘটনায় জড়িতকে গ্রেপ্তার করা হয়েছে। বরিশালে সৎ বাবার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়েছে।’
ওসি পারভেজ ইসলাম আরও বলেন, ‘গ্রেপ্তার মাহাদি পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তাঁকে গ্রেপ্তারের পর আমরা জানতে পেরেছি, ঢাকার কল্যাণপুরে তাঁর মামার বাসা। বরিশাল থেকে এসে এখানে থাকতেন। ধানমন্ডি লেক ও এর আশপাশে ঘুরে বেড়াতেন। এই এলাকায় তাঁর ফ্রেন্ড সার্কেল আছে। তাঁদের নিয়ে লেকে আসা বিভিন্ন মেয়ের সঙ্গে সখ্য গড়ে তুলতেন বলে স্বীকার করেছেন। এ ছাড়া একবার লেক থেকে সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলেও জানতে পেরেছি।’
ঘটনার দিনের কথা তুলে ধরে ওসি পারভেজ বলেন, ‘গত সোমবার ভুক্তভোগী শিক্ষার্থী বাসা থেকে অভিমান করে বের হয়ে ধানমন্ডি লেকে আসে। সে মন খারাপ করে বসে ছিল। এ সময় মাহাদি মেয়েটিকে টার্গেট করে। মেয়েটা সহজ-সরল হওয়ায় তার ফাঁদে পড়ে যায়। গ্রেপ্তার মাহাদি মেয়েটিকে নানাভাবে কথার ফাঁদে ফেলে বিভিন্ন দিকে ঘোরায়। এর একপর্যায়ে ৩/এ নম্বর সড়কের এ এম এম সেন্টার নামের একটি ভবনের সাততলার ছাদে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। পরে মেয়েটাকে রেখে সে পালিয়ে বরিশালে চলে যায়।’
এদিকে ঘটনার পরদিন মঙ্গলবার ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ধানমন্ডি থানায় অজ্ঞাত আসামি করে একটি ধর্ষণ মামলা করেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫