Ajker Patrika

আমিনবাজারে বিপুল পরিমাণ মাদক জব্দ, দম্পতিসহ গ্রেপ্তার ৩

সাভার (ঢাকা) প্রতিনিধি
আমিনবাজারে বিপুল পরিমাণ মাদক জব্দ, দম্পতিসহ গ্রেপ্তার ৩

সাভারের আমিনবাজারে এক দম্পতিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমিনবাজারের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের কাছ থেকে ৬ কেজি গাঁজা ও ৩০০ পুরিয়া হেরোইন জব্দ করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়। এর আগে সকালে সাভারের আমিনবাজারের দুটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, লক্ষীপুর জেলার রায়পুর থানার চড়বংশী গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মো. মাসুদ (৪৫) ও তাঁর স্ত্রী বরিশাল জেলার মুলাদী থানার লক্ষীপুর গ্রামের মৃত কাশেমের মেয়ে মোসা. রিনা (৩৬)। এই দম্পতিকে আজ ভোরে আমিনবাজারের শিবপুর ব্রিজের পাশে নিজেদের ভাড়া বাসা থেকে ৩০০ পুরিয়া হেরোইন ও দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া একই এলাকার আরেকটি বাড়ি থেকে সকাল ৭টায় ৪ কেজি গাঁজাসহ মো. জাহিদ ওরফে লেটকাকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। জাহিদ আমিনবাজারের বড়দেশী গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।

সাভার মডেল থানাধীন আমিনবাজার অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা প্রত্যেকেই মাদক কারবারি সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত