Ajker Patrika

বাবার সরকারি কোয়ার্টারে থেকে হেরোইন বেচতেন বিশ্ববিদ্যালয় ছাত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ২৩: ০১
বাবার সরকারি কোয়ার্টারে থেকে হেরোইন বেচতেন বিশ্ববিদ্যালয় ছাত্র

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তার ছেলের নেতৃত্বে রাজধানীর মতিঝিলে হেরোইন ব্যবসা করে আসছিল একটি চক্র। মতিঝিলের এজিবি কলোনির সরকারি কোয়ার্টারে বসেই তিনি মাদকসেবীদের কাছে হেরোইন বিক্রি করতেন।

গতকাল বুধবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মহানগর দক্ষিণের একটি দল তাঁকে হেরোইন ও মাদক বিক্রির টাকাসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তার তরুণের নাম ইশতিয়াক শাহরুখ রাকিব (২৩)। তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁর বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ডিএনসির একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘ইশতিয়াক দীর্ঘদিন ধরে হেরোইন বিক্রি করে আসছিলেন। তাঁর পরিবারের লোকেরাও বিষয়টি জানে। গোপন সংবাদের ভিত্তিতে এজিবি কলোনিতে বাসায় নিজের কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সরকারি এই বাসাটি তাঁর বাবার নামে বরাদ্দ। বাসার ওই কক্ষে মাদক রেখে বিক্রি করতেন তিনি। অভিযানের সময় ওই কক্ষ থেকে পলিথিনে মোড়া এক শ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির ২০ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘গ্রেপ্তারের পর ইশতিয়াক নিজের কক্ষে হেরোইন রেখে ব্যবসা করার কথা স্বীকার করেছেন। তিনি মতিঝিল, আরামবাগ, এজিবি কলোনিসহ বাসার আশপাশের মাদকসেবীদের কাছে হেরোইন সরবরাহ করতেন।’

ইশতিয়াকের মাদক ব্যবসা নিয়ে এজিবি কলোনিতে বসবাসকারী অন্য বাসিন্দারা অস্বস্তিতে ছিলেন। তাঁরাই গোপনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের তথ্য দেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

ইশতিয়াককে গ্রেপ্তারের পর তাঁর বাবা–মাকেও জিজ্ঞাসাবাদ করেছেন ডিএনসির কর্মকর্তারা। তাঁর বাবা–মা কর্মকর্তাদের জানান, তাঁরা জানতেন ইশতিয়াক মাদক সেবন করেন। তবে বিক্রিও করেন, এটা তাঁদের জানা ছিল না।

ডিএনসির পরিদর্শক আব্দুর রহমান বাদী হয়ে এ ঘটনায় মতিঝিল থানায় মামলা করেছেন।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল হোসেন জানান, এজিবি কলোনি থেকে হেরোইন উদ্ধারের ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। চক্রের অন্য সদস্যদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত