Ajker Patrika

আলফাডাঙ্গায় নিখোঁজের ১২ দিন পর মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার  

প্রতিনিধি, আলফাডাঙ্গায় (ফরিদপুর)
আলফাডাঙ্গায় নিখোঁজের ১২ দিন পর মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার  

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদ্রাসা ছাত্রী নিখোঁজের ১২ দিন পর উদ্ধার করেছে আলফাডাঙ্গা পুলিশ। আজ রোববার এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রামের গোলাম কুদ্দুস মোল্লার মেয়ে (১৩) গত ১৫ জুলাই বিকেল পাঁচটার দিকে হেলেঞ্চা বাজারে যাওয়ার পথে নিখোঁজ হয়। মেয়েটি পার্শ্ববর্তী বুড়াইচ ইউনিয়নের শিয়ালদী আদর্শ দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে গত ১৯ জুলাই আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলায় পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার রূপাপাত গ্রামের সত্তার ফকিরের ছেলে জিয়া ফকিরকে (৪০) আসামি করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এস আই মো. ইউনূচ আলী শনিবার সন্ধ্যায় নড়াইল জেলার লোহাগড়া উপজেলার গোপীনাথপুর এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে এবং ছাত্রীকে অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে জিয়াকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, অপরাধীকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত