ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
বন্যার্তদের মধ্যে সরকারি ত্রাণ বিতরণের সময় টাকা নিচ্ছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুরাদ হোসেন। এমন অভিযোগ তিনি স্বীকারও করেছেন। তিনি বলেছেন, টাকা নিচ্ছেন না, যাতায়াতের খরচ নিচ্ছেন!
টানা বৃষ্টিতে ফরিদগঞ্জে স্মরণকালের ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ জলাবদ্ধতার কারণে গোটা উপজেলার লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
নিম্নাঞ্চল বিশেষ করে চর এলাকার বাড়িতে পানি প্রবেশ করায় অনেকে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। এ অবস্থায় ফরিদগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠন বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে।
অভিযোগ পাওয়া গেছে, পাইকপাড়া উত্তর ইউনিয়নের ইউপি সদস্য মুরাদ হোসেন সরকারি খাদ্য সামগ্রী বিতরণের সময় আশ্রয় কেন্দ্রে ওঠা ৩৩টি পরিবারের কাছে ১০০ টাকা করে নিচ্ছেন। গতকাল শুক্রবার ইউনিয়নের বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে এ ঘটেছে।
আশ্রয় কেন্দ্রে অবস্থান করা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ইউপি সদস্য মুরাদ তাঁদের কাছ থেকে একপ্রকার জোর করে টাকা নিয়েছেন।
অভিযোগ স্বীকার করেছেন ইউপি সদস্য মুরাদ হোসেন। তিনি বলেন, ‘আমি যাতায়াত বাবদ পরিবার প্রতি ৫০ টাকা করে নিয়েছি।’
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাজহারুল আলম আকরাম বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক। টাকা নেওয়ার বিষয়টি আমি এখন জানলাম। এটা সে ঠিক করেনি। আমি তাকে টাকা নিতে বলিনি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মণ্ডলকে বিষয়টি জানালে তিনি বলেন, ‘অমানবিক কাজ করেছেন তিনি। বিষয়টি লজ্জার। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বন্যার্তদের মধ্যে সরকারি ত্রাণ বিতরণের সময় টাকা নিচ্ছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুরাদ হোসেন। এমন অভিযোগ তিনি স্বীকারও করেছেন। তিনি বলেছেন, টাকা নিচ্ছেন না, যাতায়াতের খরচ নিচ্ছেন!
টানা বৃষ্টিতে ফরিদগঞ্জে স্মরণকালের ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ জলাবদ্ধতার কারণে গোটা উপজেলার লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
নিম্নাঞ্চল বিশেষ করে চর এলাকার বাড়িতে পানি প্রবেশ করায় অনেকে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। এ অবস্থায় ফরিদগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠন বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে।
অভিযোগ পাওয়া গেছে, পাইকপাড়া উত্তর ইউনিয়নের ইউপি সদস্য মুরাদ হোসেন সরকারি খাদ্য সামগ্রী বিতরণের সময় আশ্রয় কেন্দ্রে ওঠা ৩৩টি পরিবারের কাছে ১০০ টাকা করে নিচ্ছেন। গতকাল শুক্রবার ইউনিয়নের বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে এ ঘটেছে।
আশ্রয় কেন্দ্রে অবস্থান করা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ইউপি সদস্য মুরাদ তাঁদের কাছ থেকে একপ্রকার জোর করে টাকা নিয়েছেন।
অভিযোগ স্বীকার করেছেন ইউপি সদস্য মুরাদ হোসেন। তিনি বলেন, ‘আমি যাতায়াত বাবদ পরিবার প্রতি ৫০ টাকা করে নিয়েছি।’
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাজহারুল আলম আকরাম বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক। টাকা নেওয়ার বিষয়টি আমি এখন জানলাম। এটা সে ঠিক করেনি। আমি তাকে টাকা নিতে বলিনি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মণ্ডলকে বিষয়টি জানালে তিনি বলেন, ‘অমানবিক কাজ করেছেন তিনি। বিষয়টি লজ্জার। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫