Ajker Patrika

বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়ি গিয়ে মারধরের শিকার বিশ্ববিদ্যালয় ছাত্রী

বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়ি গিয়ে মারধরের শিকার বিশ্ববিদ্যালয় ছাত্রী

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ছাত্রী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ধর্ষণের শিকার বিশ্ববিদ্যালয় ছাত্রী জানান, উপজেলার কাঁচপুর ইউনিয়নের পশ্চিম বেহাকৈর এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে শাহপরানের (২৮) সঙ্গে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দিয়ে শাহপরান ওই ছাত্রীকে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যেতেন এবং ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করতেন। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর শাহপরানকে বিয়ের জন্য বললে তিনি অস্বীকার করেন। একপর্যায়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। 

এই সম্পর্কের কথা ছেলের পরিবারকে জানানোর পরও কোনো সমাধান না পাননি ওই ছাত্রী। গতকাল বুধবার বিকেলে ছেলেকে অন্যত্র বিয়ে দেওয়ার প্রস্তুতি নেয় পরিবার। ভুক্তভোগী মেয়েটি এ কথা জানার পর বিয়ের দাবি নিয়ে শাহপরানের বাড়িতে যান। এ সময় শাহপরান, তাঁর বাবা রউফ মিয়া, ভাই বায়জিদ, হালিমা বেগম, কামাল হোসেন, মো. দুলাল, আলমগীর, শেফালী বেগম ও মো. শাহিন মিলে ওই মেয়েকে মারধর করে। পোশাক ছিঁড়ে টেনেহিঁচড়ে শ্লীলতাহানি করে এবং একটি স্মার্টফোন, নগদ ৫ হাজার টাকা ও ছেলের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি, এনআইডি কার্ডসহ মূল্যবান প্রমাণাদি এবং গলায় থাকা ১০ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। মেয়েটির চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে তাঁকে উদ্ধার করে। ঘটনার পর থেকেই শাহপরান ও তাঁর পরিবারের লোকজন গা-ঢাকা দিয়েছেন। 

এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত