Ajker Patrika

মাছ ধরা নিয়ে দ্বন্দ্বে জেলেকে কুপিয়ে জখম, আটক ১ 

মানিকগঞ্জ, প্রতিনিধি
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৫৪
মাছ ধরা নিয়ে দ্বন্দ্বে জেলেকে কুপিয়ে জখম, আটক ১ 

মানিকগঞ্জের পূর্ব শানবান্ধা বাজারে মাছ ধরা নিয়ে দ্বন্দ্বের জেরে রতন রাজবংশী (৪৬) নামে এক জেলেকে কুপিয়ে জখম করেছেন আরেক জেলে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় পলাশ মোল্লা (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে সদর থানার পুলিশ। 

আহত রতন হরিরামপুরের সুলতানপুর গ্রামের মৃত সূর্য রাজবংশীর ছেলে। আটক পলাশ ভাড়ারিয়ার ভাংগাবাড়িয়া গ্রামের সালাম মোল্লার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনেক দিন আগে থেকে মাছ মারা নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব ছিল। এরই জের ধরে আজ সকালে রতন রাজবংশীকে পলাশ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করান। কিছুক্ষণ পর তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

এ ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা পলাশ মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

মানিকগঞ্জ সদর থানার ওসি আকবর আলী খান বলেন, পলাশ মোল্লাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত