Ajker Patrika

ছবিসহ ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় আরাভ

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১২: ১১
ছবিসহ ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় আরাভ

ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় প্রকাশ করা হয়েছে পুলিশ পরিদর্শক হত্যাকাণ্ডের অন্যতম আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের নাম। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ইন্টারপোলের ওয়েবসাইটে ঢুকে আরাভের নাম খুঁজে পাওয়া যায়।

ইন্টারপোলের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, ৬৩তম বাংলাদেশি অপরাধী হিসেবে মোস্ট ওয়ান্টেডের তালিকায় ৩৫ বছর বয়সী আরাভের নাম যুক্ত হয়েছে। সেখানে বলা হয়েছে, আরাভের জন্মস্থান বাংলাদেশের বাগেরহাটে। জাতীয়তা বাংলাদেশি।

এর আগে চট্টগ্রামে এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির তথ্য সাংবাদিকদের জানিয়েছিলেন।

২০১৮ সালের ৭ জুলাই ঢাকায় পুলিশের একজন পরিদর্শক মামুন এমরান খুনের আসামি এই আরাভ। স্বর্ণের দোকান উদ্বোধন করতে সম্প্রতি বাংলাদেশ থেকে একঝাঁক তারকা দুবাইয় যাওয়ার পর থেকেই মূলত আলোচনায় আসে আরাভের নাম। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নড়েচড়ে বসে। তখন গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, বিতর্কিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের বিরুদ্ধে আদালতের ১২টি পরোয়ানা রয়েছে।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত