Ajker Patrika

যাত্রীবেশে উঠে তাঁতীবাজারে বাসে আগুন, আটক ১ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৫: ১৬
যাত্রীবেশে উঠে তাঁতীবাজারে বাসে আগুন, আটক ১ 

বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীর তাঁতীবাজারে বিহঙ্গ বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজনকে আটক করে বংশাল থানায় রাখা হয়েছে। আটক ব্যক্তি রাজু খান সঙ্গে আরও চারজনকে নিয়ে যাত্রীর বেশে এই বাসে ওঠেন। বাসের পেছনের সিট থেকে নেমে যাওয়ার সময় অগ্নিসংযোগ করেন বলে জানায় পুলিশ। 

আটকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান। তিনি বলেন, ‘আটক রাজু কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য। তিনি স্থানীয় যুবদল নেতা হামিদের নির্দেশে বাসে অগ্নিসংযোগ করেন। রাজনীতিতে তিনি হামিদের অনুসারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এর বাইরে আর কোনো কিছু বলেননি এই যুবক।’ 

মুজিবুর রহমান আরও বলেন, ‘রাজুসহ ফুলবাড়িয়া থেকে মোট চারজন এই বাসে উঠেছেন। একজনের পাঞ্জাবির পকেটে পেট্রল ছিল। সেটা ঠেলেই আগুন জ্বালানো হয় ৷ এ ঘটনায় থানায় একটি নাশকতার মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সঙ্গে থাকা আরও তিনজনের নাম ও পরিচয় জানা গেছে। তবে তদন্তের স্বার্থে সেগুলো বলা যাচ্ছে না।’ 

বাসের হেলপার ও চালক ধাওয়া দিয়ে ধরেন রাজুকে
আগুন দিয়ে নেমে যাওয়ার সময় বাসের হেলপার ও চালক ধাওয়া দিয়ে ধরেন এই যুবকে ৷ বাসের চালক রাকিব বলেন, ‘বাসে সেই সময় ১০-১২জন যাত্রী ছিল ৷ এরা তিনজন উঠে একবারে পেছনের সিটে বসে ৷ কখন আগুন দিয়েছে বলতে পারি না। তবে নেমে যাওয়ার সময় সন্দেহ হলে ধাওয়া দিয়ে ধরি আমরা ৷ প্রথমে অস্বীকার করে কিন্তু থানায় আনার পরে পুলিশের কাছে স্বীকার করেছে বলে শুনেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত