নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীর তাঁতীবাজারে বিহঙ্গ বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজনকে আটক করে বংশাল থানায় রাখা হয়েছে। আটক ব্যক্তি রাজু খান সঙ্গে আরও চারজনকে নিয়ে যাত্রীর বেশে এই বাসে ওঠেন। বাসের পেছনের সিট থেকে নেমে যাওয়ার সময় অগ্নিসংযোগ করেন বলে জানায় পুলিশ।
আটকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান। তিনি বলেন, ‘আটক রাজু কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য। তিনি স্থানীয় যুবদল নেতা হামিদের নির্দেশে বাসে অগ্নিসংযোগ করেন। রাজনীতিতে তিনি হামিদের অনুসারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এর বাইরে আর কোনো কিছু বলেননি এই যুবক।’
মুজিবুর রহমান আরও বলেন, ‘রাজুসহ ফুলবাড়িয়া থেকে মোট চারজন এই বাসে উঠেছেন। একজনের পাঞ্জাবির পকেটে পেট্রল ছিল। সেটা ঠেলেই আগুন জ্বালানো হয় ৷ এ ঘটনায় থানায় একটি নাশকতার মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সঙ্গে থাকা আরও তিনজনের নাম ও পরিচয় জানা গেছে। তবে তদন্তের স্বার্থে সেগুলো বলা যাচ্ছে না।’
বাসের হেলপার ও চালক ধাওয়া দিয়ে ধরেন রাজুকে
আগুন দিয়ে নেমে যাওয়ার সময় বাসের হেলপার ও চালক ধাওয়া দিয়ে ধরেন এই যুবকে ৷ বাসের চালক রাকিব বলেন, ‘বাসে সেই সময় ১০-১২জন যাত্রী ছিল ৷ এরা তিনজন উঠে একবারে পেছনের সিটে বসে ৷ কখন আগুন দিয়েছে বলতে পারি না। তবে নেমে যাওয়ার সময় সন্দেহ হলে ধাওয়া দিয়ে ধরি আমরা ৷ প্রথমে অস্বীকার করে কিন্তু থানায় আনার পরে পুলিশের কাছে স্বীকার করেছে বলে শুনেছি।’
বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীর তাঁতীবাজারে বিহঙ্গ বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজনকে আটক করে বংশাল থানায় রাখা হয়েছে। আটক ব্যক্তি রাজু খান সঙ্গে আরও চারজনকে নিয়ে যাত্রীর বেশে এই বাসে ওঠেন। বাসের পেছনের সিট থেকে নেমে যাওয়ার সময় অগ্নিসংযোগ করেন বলে জানায় পুলিশ।
আটকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান। তিনি বলেন, ‘আটক রাজু কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য। তিনি স্থানীয় যুবদল নেতা হামিদের নির্দেশে বাসে অগ্নিসংযোগ করেন। রাজনীতিতে তিনি হামিদের অনুসারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এর বাইরে আর কোনো কিছু বলেননি এই যুবক।’
মুজিবুর রহমান আরও বলেন, ‘রাজুসহ ফুলবাড়িয়া থেকে মোট চারজন এই বাসে উঠেছেন। একজনের পাঞ্জাবির পকেটে পেট্রল ছিল। সেটা ঠেলেই আগুন জ্বালানো হয় ৷ এ ঘটনায় থানায় একটি নাশকতার মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সঙ্গে থাকা আরও তিনজনের নাম ও পরিচয় জানা গেছে। তবে তদন্তের স্বার্থে সেগুলো বলা যাচ্ছে না।’
বাসের হেলপার ও চালক ধাওয়া দিয়ে ধরেন রাজুকে
আগুন দিয়ে নেমে যাওয়ার সময় বাসের হেলপার ও চালক ধাওয়া দিয়ে ধরেন এই যুবকে ৷ বাসের চালক রাকিব বলেন, ‘বাসে সেই সময় ১০-১২জন যাত্রী ছিল ৷ এরা তিনজন উঠে একবারে পেছনের সিটে বসে ৷ কখন আগুন দিয়েছে বলতে পারি না। তবে নেমে যাওয়ার সময় সন্দেহ হলে ধাওয়া দিয়ে ধরি আমরা ৷ প্রথমে অস্বীকার করে কিন্তু থানায় আনার পরে পুলিশের কাছে স্বীকার করেছে বলে শুনেছি।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২২ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫