Ajker Patrika

ডেমরায় যুবককে কুপিয়ে জখম: সাবেক ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কারাগারে

ডেমরায় যুবককে কুপিয়ে জখম: সাবেক ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কারাগারে

রাজধানীর ডেমরায় পূর্ব শত্রুতার জেরে মো. আরাফাত (২০) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম করার ঘটনায় একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি সাবেক ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মো. মুন্না (২৫)। 

আজ শুক্রবার বিকেলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

গতকাল বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর বড় ভাই মো. হাসান আহম্মেদ জয় এ ঘটনায় অভিযুক্ত ৬ জনসহ অজ্ঞাত ২০ / ২৫ জনের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। 

রাতেই পশ্চিম নগর এলাকা থেকে মুন্নাকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে পাঠায় পুলিশ। মুন্না ওই এলাকার মো. আলমের ছেলে ও ডিএসসিসির ৬৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি। 

মুন্নার বিরুদ্ধে ওই এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়াসহ মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন ডেমরা থানার ওসি (তদন্ত) মো. ফারুক মোল্লা। এ ছাড়া মুন্নার বিরুদ্ধে ৬ / ৭ মাস আগেও আরেক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ রয়েছে। 

মামলায় আসামিরা হলেন—একই এলাকার রিফাত (২৪), আশিক (২৬), মিজান (২৭), আশিক (২২) ও শিশির (২৬)। তাঁরা সবাই পলাতক।

 প্রত্যক্ষদর্শীদের বরাতে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান জানান, ভুক্তভোগী আরাফাত গুলিস্তানে একটি ক্রোকারিজের দোকানে চাকরি করেন। গত ১৫ আগস্ট রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্ব বক্সনগর পিংকি ভিলা সংলগ্ন পৌঁছামাত্র অভিযুক্তরা আরাফাতের ওপর অতর্কিত হামলা চালান। মুন্না ও তাঁর সহযোগীরা চাপাতি দিয়ে আরাফাতের পিঠে ও দুই হাতে কোপ দেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। 

ওসি আরও বলেন, ওই সময় আসামিরা আরাফাতের ৫ হাজার টাকা ছিনিয়ে নেন। আরাফাতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা বিভিন্ন হুমকি ধামকি দিয়ে পালিয়ে যান। খবর পেয়ে তাঁর বাবা স্থানীয়দের সহায়তায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

এদিকে আসামি মো. মিজান গত ১৬ মে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিল ও ৩৮৪ ক্যান বিয়ারসহ ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হন। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাও হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত