নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগে ভুয়া নিয়োগপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। চক্রটি অন্তত ৪৪ জন পরীক্ষার্থীর কাছে থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগী এক তরুণী রাজধানীর শাহবাগ থানায় মামলা করার পর চক্রের হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। গ্রেপ্তারকৃতরা হলেন—এমরান হোসেন ও আহমদ উল্লাহ ফয়সাল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছেন, পরীক্ষার সময় বিভিন্ন কেন্দ্রের সামনে ঘুরে ঘুরে চাকরি প্রত্যাশীদের টার্গেট করতেন তাঁরা। পরবর্তীতে সেখানে তাঁদের সঙ্গে কথা বলে মোবাইল নম্বর নিয়ে আসতেন। পরে তাঁদের সঙ্গে যোগাযোগ করে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাতেন। এ জন্য প্রতি চাকরি প্রত্যাশীর সঙ্গে তিন লাখ টাকার চুক্তি করতেন। চুক্তির পরই নিজেদের মতো করে বানানো নিয়োগ পত্র তাঁদের হাতে ধরিয়ে দিতেন।
সাদিয়া খাতুন নামের ভুক্তভোগী নারী মামলার অভিযোগে বলেছেন, তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুরে। তিনি বর্তমানে ঢাকার রামপুরা এলাকায় থাকেন। সম্প্রতি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে সিনিয়র স্টাফ নার্স পদে চাকরির আবেদন করেন। রাজধানীতেই এক পরীক্ষা কেন্দ্র তাঁর সঙ্গে পরিচয় হয় এমরান হোসেনের। তিন লাখ টাকার বিনিময়ে চাকরির চুক্তি করেন। এরপর গত ফেব্রুয়ারি মাসে তিন ধাপে দেড় লাখ টাকা দেন। পরে চক্রটির দেওয়া নিয়োগপত্র নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শাখা এটা ভুয়া নিয়োগপত্র বলে জানান। এরপর তিনি মামলা করেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সংঘবদ্ধ অপরাধ তদন্ত বিভাগে টিম লিডার অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল হক বলেন, এই চক্র এভাবেই অনেকের কাছে থেকে ভুয়া নিয়োগ দিয়ে টাকা আত্মসাৎ করেছে। চক্রের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি কেউ থাকলে তাঁদেরও খোঁজা হচ্ছে। পুলিশের এই কর্মকর্তা সহজ উপায়ে চাকরি নিতে গিয়ে এমন প্রতারণার ফাঁদে না পড়ার বিষয়ে সতর্ক থাকতে বলেন।
প্রতারণা সম্পর্কিত পড়ুন:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগে ভুয়া নিয়োগপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। চক্রটি অন্তত ৪৪ জন পরীক্ষার্থীর কাছে থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগী এক তরুণী রাজধানীর শাহবাগ থানায় মামলা করার পর চক্রের হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। গ্রেপ্তারকৃতরা হলেন—এমরান হোসেন ও আহমদ উল্লাহ ফয়সাল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছেন, পরীক্ষার সময় বিভিন্ন কেন্দ্রের সামনে ঘুরে ঘুরে চাকরি প্রত্যাশীদের টার্গেট করতেন তাঁরা। পরবর্তীতে সেখানে তাঁদের সঙ্গে কথা বলে মোবাইল নম্বর নিয়ে আসতেন। পরে তাঁদের সঙ্গে যোগাযোগ করে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাতেন। এ জন্য প্রতি চাকরি প্রত্যাশীর সঙ্গে তিন লাখ টাকার চুক্তি করতেন। চুক্তির পরই নিজেদের মতো করে বানানো নিয়োগ পত্র তাঁদের হাতে ধরিয়ে দিতেন।
সাদিয়া খাতুন নামের ভুক্তভোগী নারী মামলার অভিযোগে বলেছেন, তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুরে। তিনি বর্তমানে ঢাকার রামপুরা এলাকায় থাকেন। সম্প্রতি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে সিনিয়র স্টাফ নার্স পদে চাকরির আবেদন করেন। রাজধানীতেই এক পরীক্ষা কেন্দ্র তাঁর সঙ্গে পরিচয় হয় এমরান হোসেনের। তিন লাখ টাকার বিনিময়ে চাকরির চুক্তি করেন। এরপর গত ফেব্রুয়ারি মাসে তিন ধাপে দেড় লাখ টাকা দেন। পরে চক্রটির দেওয়া নিয়োগপত্র নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শাখা এটা ভুয়া নিয়োগপত্র বলে জানান। এরপর তিনি মামলা করেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সংঘবদ্ধ অপরাধ তদন্ত বিভাগে টিম লিডার অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল হক বলেন, এই চক্র এভাবেই অনেকের কাছে থেকে ভুয়া নিয়োগ দিয়ে টাকা আত্মসাৎ করেছে। চক্রের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি কেউ থাকলে তাঁদেরও খোঁজা হচ্ছে। পুলিশের এই কর্মকর্তা সহজ উপায়ে চাকরি নিতে গিয়ে এমন প্রতারণার ফাঁদে না পড়ার বিষয়ে সতর্ক থাকতে বলেন।
প্রতারণা সম্পর্কিত পড়ুন:
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৭ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
২০ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
২১ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫