নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুর থেকে অপহরণের তিন দিন পর এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে র্যাব-২। গতকাল মঙ্গলবার মিরপুরের পল্লবীর একটি বাসা থেকে তাঁকে উদ্ধারের সময় দুই অপহরণকারীকেও গ্রেপ্তার করে র্যাব।
অপহরণের শিকার ওই শিক্ষার্থীর নাম রবিউল ইসলাম (২১)। গ্রেপ্তারকৃত দুজন হলেন অপহরণ চক্রের মূল হোতা জেসমিন আক্তার (৩৫) ও তাঁর সহযোগী মো. রাজু (৪৫)।
আজ বুধবার দুপুরে র্যাব-২-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম বলেন, মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় ভাড়া বাসায় থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন রবিউল ইসলাম (২১)। গত ৭ অক্টোবর সকালে ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হয়ে ফিরে না আসায় রবিউলের বড় ভাই সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে তাঁর মোবাইল ফোনে কল দিলে ফোনটি বন্ধ পান। এ ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করে রবিউলকে না পেয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তাঁর বড় ভাই। অপহরণের পরদিন সকালে রবিউলের মোবাইল ফোন দিয়ে তাঁর সৌদিপ্রবাসী বাবার ইমো নম্বরে ফোন করে ছেলেকে অপহরণের তথ্য জানিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
শিহাব করিম বলেন, এরপর গত ৯ অক্টোবর রবিউলের ভাই মোহাম্মদপুর থানার সাধারণ ডায়েরির বিষয়টি উল্লেখ করে র্যাব-২-এ একটি অভিযোগ করেন। পরে র্যাব-২-এর একটি দল রবিউলকে উদ্ধারে অভিযান শুরু করে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে পল্লবী এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় জেসমিন আক্তারের ভাড়া বাসা থেকে ভুক্তভোগীকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া রবিউল র্যাবকে জানিয়েছেন, গত ৭ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকা থেকে জোর করে তাঁকে টেনে-হিঁচড়ে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। অপহরণকারীরা তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে যান।
র্যাব জানায়, অপহরণের ঘটনায় রবিউলের ভাইয়ের করা মামলায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুর থেকে অপহরণের তিন দিন পর এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে র্যাব-২। গতকাল মঙ্গলবার মিরপুরের পল্লবীর একটি বাসা থেকে তাঁকে উদ্ধারের সময় দুই অপহরণকারীকেও গ্রেপ্তার করে র্যাব।
অপহরণের শিকার ওই শিক্ষার্থীর নাম রবিউল ইসলাম (২১)। গ্রেপ্তারকৃত দুজন হলেন অপহরণ চক্রের মূল হোতা জেসমিন আক্তার (৩৫) ও তাঁর সহযোগী মো. রাজু (৪৫)।
আজ বুধবার দুপুরে র্যাব-২-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম বলেন, মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় ভাড়া বাসায় থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন রবিউল ইসলাম (২১)। গত ৭ অক্টোবর সকালে ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হয়ে ফিরে না আসায় রবিউলের বড় ভাই সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে তাঁর মোবাইল ফোনে কল দিলে ফোনটি বন্ধ পান। এ ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করে রবিউলকে না পেয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তাঁর বড় ভাই। অপহরণের পরদিন সকালে রবিউলের মোবাইল ফোন দিয়ে তাঁর সৌদিপ্রবাসী বাবার ইমো নম্বরে ফোন করে ছেলেকে অপহরণের তথ্য জানিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
শিহাব করিম বলেন, এরপর গত ৯ অক্টোবর রবিউলের ভাই মোহাম্মদপুর থানার সাধারণ ডায়েরির বিষয়টি উল্লেখ করে র্যাব-২-এ একটি অভিযোগ করেন। পরে র্যাব-২-এর একটি দল রবিউলকে উদ্ধারে অভিযান শুরু করে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে পল্লবী এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় জেসমিন আক্তারের ভাড়া বাসা থেকে ভুক্তভোগীকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া রবিউল র্যাবকে জানিয়েছেন, গত ৭ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকা থেকে জোর করে তাঁকে টেনে-হিঁচড়ে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। অপহরণকারীরা তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে যান।
র্যাব জানায়, অপহরণের ঘটনায় রবিউলের ভাইয়ের করা মামলায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৬ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৯ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
২০ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫