গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় বাড়ির গ্রিল কেটে ডাকাতি ও এক কলেজছাত্রকে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ আজ সোমবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপপরিদর্শক মো. বায়েজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম মাহিউস সোনান চৌধুরী (১৯)। তিনি গাজীপুর মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ সালনা এলাকার উত্তর মোল্লাপাড়ার মৃত এ কে এম জালাল চৌধুরীর ছেলে। মাহিউস গাজীপুর মহানগরীর কাজী আজিম উদ্দিন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহত শিক্ষার্থীর মা মেহজাবিন বলেন, ‘রোববার দিবাগত রাত ৩টার দিকে কয়েক যুবক বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢুকে কালো কাপড় দিয়ে আমার চোখ বেঁধে ফেলে। পরে ঘরের আলমারি ভেঙে পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫-৩০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় আমার ছেলে বাধা দিলে তাকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘আমার ছেলে মোবাইল ফোনে বিভিন্ন গেম খেলত। সেই গেমের আইডি বিক্রি করার টাকা নিয়ে এলাকার ছেলেদের সঙ্গে ঝামেলা হয়েছিল। পরে অবশ্য বিষয়টি মীমাংসা হয়ে গেছে। কিন্তু সেটি চার-পাঁচ মাস আগের ঘটনা। আমার চোখ বাঁধা ছিল, যার কারণে কারা আমার ছেলেকে হত্যা করেছে বলতে পারছি না।’
গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপপরিদর্শক মো. বায়েজিদ বলেন, ‘রোববার দিবাগত রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত ওই বাড়ির গ্রিল কেটে প্রবেশ করে। দুর্বৃত্তরা বাড়িতে থাকা স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে। এ সময়ে কলেজছাত্র মাহিউস তাদের বাধা দিলে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও গোয়েন্দা পুলিশ, সিআইডি ও পিবিআই পরিদর্শন করেছেন। তাঁরা বিভিন্ন আলামত সংগ্রহে কাজ করছেন।’
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি ডাকাতির বা লুটের ঘটনা, নাকি পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় বাড়ির গ্রিল কেটে ডাকাতি ও এক কলেজছাত্রকে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ আজ সোমবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপপরিদর্শক মো. বায়েজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম মাহিউস সোনান চৌধুরী (১৯)। তিনি গাজীপুর মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ সালনা এলাকার উত্তর মোল্লাপাড়ার মৃত এ কে এম জালাল চৌধুরীর ছেলে। মাহিউস গাজীপুর মহানগরীর কাজী আজিম উদ্দিন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহত শিক্ষার্থীর মা মেহজাবিন বলেন, ‘রোববার দিবাগত রাত ৩টার দিকে কয়েক যুবক বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢুকে কালো কাপড় দিয়ে আমার চোখ বেঁধে ফেলে। পরে ঘরের আলমারি ভেঙে পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫-৩০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় আমার ছেলে বাধা দিলে তাকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘আমার ছেলে মোবাইল ফোনে বিভিন্ন গেম খেলত। সেই গেমের আইডি বিক্রি করার টাকা নিয়ে এলাকার ছেলেদের সঙ্গে ঝামেলা হয়েছিল। পরে অবশ্য বিষয়টি মীমাংসা হয়ে গেছে। কিন্তু সেটি চার-পাঁচ মাস আগের ঘটনা। আমার চোখ বাঁধা ছিল, যার কারণে কারা আমার ছেলেকে হত্যা করেছে বলতে পারছি না।’
গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপপরিদর্শক মো. বায়েজিদ বলেন, ‘রোববার দিবাগত রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত ওই বাড়ির গ্রিল কেটে প্রবেশ করে। দুর্বৃত্তরা বাড়িতে থাকা স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে। এ সময়ে কলেজছাত্র মাহিউস তাদের বাধা দিলে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও গোয়েন্দা পুলিশ, সিআইডি ও পিবিআই পরিদর্শন করেছেন। তাঁরা বিভিন্ন আলামত সংগ্রহে কাজ করছেন।’
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি ডাকাতির বা লুটের ঘটনা, নাকি পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৩ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫