Ajker Patrika

গাজীপুরে রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

গাজীপুরে রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

গাজীপুরে এক গৃহবধূকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার গাজীপুর মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের সদর থানা এলাকায় এ ঘটনা ঘটে। এরপর আজ রোববার অভিযুক্ত যুবক নূরে আলমকে (১৯) গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানা-পুলিশ।

নূরে আলম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার সিংড়াপুকুর গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে। তিনি মহানগরীর সদর থানার বাউপাড়ার জনৈক কবিরাজ হাজির বাড়ির ভাড়াটিয়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূ স্বামীর সঙ্গে গাজীপুর মহানগরীর সদর থানা এলাকায় ভাড়া থাকতেন।

ভুক্তভোগী গৃহবধূ বলেন, ‘আমার স্বামী কর্মস্থলে থাকায় সন্ধ্যার দিকে পাশের ভিমবাজার থেকে কেক কিনে বাসায় ফেরার পথে ওই যুবক আমাকে জোর করে ক্যামট্রেক নামক একটি কেমিক্যাল কারখানার দক্ষিণ পাশের জঙ্গলে নিয়ে যায়। সেখানে আমার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় আমার মুখে সে স্কচটেপ লাগিয়ে নেয়। এরপর বাসায় এসে ফোনে আমার স্বামীকে বিস্তারিত জানিয়ে থানায় মামলা দায়ের করি।’ 

জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেছেন। ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত