Ajker Patrika

ছয় মাসের ছুটি ৯ মাস পেরিয়ে গেলেও স্কুলে যাননি শিক্ষিকা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৮: ১২
ছয় মাসের ছুটি ৯ মাস পেরিয়ে গেলেও স্কুলে যাননি শিক্ষিকা

নরসিংদীর মনোহরদীতে অনুমতি ছাড়া প্রায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এক শিক্ষিকা। ছয় মাসের ছুটিতে ৯ মাস পার হলেও এখনো কর্মস্থলে যোগদান করেননি তিনি। ফলে শিক্ষকসংকটে বিপাকে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ওই শিক্ষকের ক্লাস সমন্বয় করে ক্লাস নিতে গিয়ে বাড়তি চাপে পড়ছেন অন্য শিক্ষকেরা। তবে ওই শিক্ষিকা তাঁর ছুটি বৃদ্ধি করেছেন জানালেও কোনো প্রমাণ দিতে পারেননি। 

উপজেলার ৩৪ নম্বর পূর্ব বীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাদিকা সুলতানার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষিকা সাদিকা সুলতানা ২০২২ সালের জুন মাসে ছয় মাসের জন্য চিকিৎসা ছুটি নিয়ে ভারতে যান। ২০২৩ সালের জানুয়ারি থেকে তাঁর কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু অনুমতি না নিয়েই প্রায় তিন মাস ধরে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। তাঁর বিদ্যালয়ে অনুপস্থিত থাকার বিষয়টি প্রাথমিক শিক্ষা কার্যালয়কে নিয়মিত জানাচ্ছেন প্রধান শিক্ষক লুৎফর রহমান। 

পূর্ব বীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, ‘ভারতে চিকিৎসা করানোর কথা বলে ২০২২ সালের জুন মাসে ছয় মাসের ছুটি নেন সাদিকা সুলতানা। ছুটি শেষ হলেও আর বিদ্যালয়ে আসেননি সহকারী শিক্ষিকা। পরবর্তীতে জানতে পারি তিনি ঢাকায় অবস্থান করছেন। তাঁর বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবগত করা হয়েছে। একাধিকবার তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ছুটি শেষ হলেও কর্মস্থলে যোগ না দেওয়ায় সাদিকাকে অনুপস্থিত দেখানো হচ্ছে। বিদ্যালয়ে শিক্ষকের অভাবে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় অন্য শিক্ষকদের ওপর বাড়তি চাপ পড়েছে। ওই শিক্ষকের ক্লাসগুলো তাঁদের নিতে হচ্ছে। 

এ ব্যাপারে সাদিকা সুলতানার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি ছুটি বৃদ্ধি করেছি। তাছাড়া বর্তমানে অসুস্থ থাকায় বিদ্যালয়ে যোগদান করা সম্ভব নয়।’ এ সময় ছুটি নেওয়ার বিষয়ে নথি চাইলে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। 

এ ব্যাপারে মনোহরদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহরাব হোসেন ভূঞা বলেন, ওই শিক্ষকের অনুপস্থিতির বিষয়টি জেলা পর্যায়ে পাঠানো হচ্ছে। ছুটি শেষ হলেও বিদ্যালয়ে উপস্থিত না হওয়ায় ওই শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু তিনি কোনো জবাব দেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত