Ajker Patrika

পাশাপাশি পাট ও ধইঞ্চা খেত থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার

প্রতিনিধি
আপডেট : ১১ জুন ২০২১, ১৭: ১৮
পাশাপাশি পাট ও ধইঞ্চা খেত থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার

সাভার (ঢাকা): সাভারের পৃথক দুই ফসলের খেত থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হারুরিয়া গ্রামের পাশাপাশি আলাদা পাট ও ধইঞ্চা খেত থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি ছুরিও উদ্ধার করেছে পুলিশ।

নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া স্থানীয়রাও তাঁদের দেখে পরিচয় নিশ্চিত করতে পারেনি।

স্থানীয় কয়েকজন জানান, খবর পেয়ে ঘটনাস্থল তাঁরা দেখতে এসেছেন। তবে নিহত যুবকদের তাঁরা আগে এই গ্রামে কখনো দেখেননি। খেত থেকে গ্রামের বসতির দূরত্ব বেশি হওয়ায় তাঁদের চোখে কিছু পড়েনি।

সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, হারুরিয়া গ্রামের ওই খেত দুটিতে অজ্ঞাত দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শার্ট-প্যান্ট পরা দুই যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দুজনের বয়সই ২৫-৩০–এর মধ্যে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হত্যার পর ওই স্থানে ফেলে রেখে যায়। পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

খবর পেয়ে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সাভার মডেল থানা-পুলিশ জানিয়েছে, হত্যার শিকার ওই দুই যুবকের পরিচয় শনাক্তসহ হত্যার কারণ জানতে অনুসন্ধান চলছে। মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত