Ajker Patrika

তাদের টার্গেট যাত্রীরা, সুযোগ পেলেই ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৪: ৫৩
তাদের টার্গেট যাত্রীরা, সুযোগ পেলেই ছিনতাই

রাজধানীর মতিঝিল, পল্টন, শাহজাহানপুর ও তেজগাঁও এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিষাক্ত মলম ও দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার র‍্যাব-৩-এর স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) পুলিশ সুপার বীণা রানী দাস এসব তথ্য জানান।

র‍্যাবের অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো আবুল বাশার (২৩), মো. শাহিন (১৮), মো. তামিম শেখ (১৯), মো. শফিকুল ইসলাম (১৯), পিয়াস (১৭), মো. মামুন (১৬), জয় (২১), রমজান (২২), মো. জাহাঙ্গীর আলম (৩৭), মো. সুমন (২০), মো. আলী আকবর (২০), মো. নাঈম (২০), মো. মাসুদ (২৫), মো. রবিন মিয়া (৩৪), মো. রানা মিয়া (২২), মো. ফয়সাল (২৫), মো. তপন (২৫), মো. রাজু (১৯), মো. চাঁন শরিফ (৩৫), মো. জসিম (২০), ও মো. শুকুর আলী (৩৫)। এ সময় তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন, আটটি সিমকার্ড, একটি চাকু, একটি অ্যান্টিকাটার, পাঁচটি ব্লেড এবং ১২টি বিষাক্ত মলম জব্দ করা হয়। 

বীণা রানী বলেন, সংঘবদ্ধ ছিনতাইকারীরা রাজধানীর বিভিন্ন অলিগলিতে ওত পেতে থাকে। সুযোগ পাওয়ামাত্রই তারা পথচারী, রিকশা আরোহী, যানজটে থাকা সিএনজি অটোরিকশার যাত্রীদের ধারালো অস্ত্র দেখিয়ে সর্বস্ব লুটে নিত। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তুলনামূলক জনশূন্য রাস্তা, লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, রেলস্টেশন এলাকায় বেপরোয়া হয়ে ওঠে এরা। যাত্রীরাই তাদের প্রধান টার্গেট। তাদের ছিনতাইয়ের কাজে বাধা দিলে তারা প্রাণঘাতী আঘাত করতে দ্বিধাবোধ করে না। মতিঝিল, পল্টন, শাহজাহানপুর, তেজগাঁও, কমলাপুর বটতলা, মতিঝিল কালবার্ট রোড, নাসিরের টেক হাতিরঝিল, শাহবাগ, গুলবাগ, রাজউক ক্রসিং, ইউবিএল ক্রসিং, পল্টন মোড়, গোলাপ শাহর মাজার ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, আব্দুল গণি রোড, মানিকনগর স্টেডিয়ামের সামনে, নন্দীপাড়া ব্রিজ, বাসাবো ক্রসিং এলাকায় সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত ছিনতাইকারীদের তৎপরতা বেশি পরিলক্ষিত হয়। 

এসব ছিনতাইকারীকে আইনের আওতায় আনার ফলে পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। রাজধানীবাসী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আগত যাত্রীরা যাতে নিরাপদে দৈনন্দিন কাজকর্ম সম্পন্ন করে নির্বিঘ্নে স্বস্তির সঙ্গে বাড়ি ফিরে যেতে পারে—এ লক্ষ্য নিয়ে সংঘবদ্ধ ও ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে র‍্যাবের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাবুই পাখির কান্না কেউ শুনল না, কেটে ফেলা হলো তালগাছটি

অপারেশন সিঁদুরে নেতৃত্ব দেওয়া অফিসার হচ্ছেন ভারতের র-এর প্রধান

পিআর পদ্ধতিতে ভোটাররা জানবেন না কে তাঁর এমপি, এটি বাংলাদেশের জন্য অনুপযুক্ত: সালাহউদ্দিন

নীলফামারীতে 'আটক' কুমিল্লার দুই সাংবাদিক

ডেঙ্গুতে পাথরঘাটা উপজেলা পরিষদের কর্মকর্তার মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত