ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে খাটের নিচ থেকে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন। গতকাল শুক্রবার রাতে ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি গ্রামের গণেশ মোড়ে একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাঁরা ওই বাড়িতে ভাড়া থাকতেন।
নিহত গৃহবধূর নাম মুনিয়া ইসলাম (৩২)। তিনি পার্শ্ববর্তী উপজেলা গোপালপুরের বাগুয়াটা গ্রামের আজমত আলীর ছেলে মোস্তাক আহমেদের স্ত্রী এবং একই উপজেলার নলিন বাজারের নুরল ইসলামের মেয়ে। মোস্তাক-মুনিয়া দম্পতির ১০ ও ৪ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। স্বজনদের ধারণা, মুনিয়া ইসলামকে গলা টিপে বা শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয়রা বলছে, মোস্তাক আহমেদ ২০২২ সালের ডিসেম্বর মাসে ব্রুনাই থেকে দেশে ফেরেন। এরপর থেকেই বিভিন্ন সময়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হতো।
গত বৃহস্পতিবার রাতে ছোট ছেলেকে সঙ্গে নিয়ে একই রুমে শুয়ে পড়েন তাঁরা। তাঁদের বড় ছেলে এদিন তার খালার বাসায় ছিল। পরে রাতের কোনো এক সময় মুনিয়াকে হত্যা করে ঘরের বক্স খাটের নিচে লুকিয়ে রাখেন স্বামী মোস্তাক। পরে শুক্রবার ভোরে বাসার মূল দরজায় তালা ঝুলিয়ে দিয়ে পালিয়ে যান। সকালে ছোট শিশুটি ঘুম থেকে উঠে কাউকে না পেয়ে ডাক-চিৎকার করলেও আশপাশের কেউ বা কোনো ভাড়াটিয়া এগিয়ে যায়নি। পরে বাসার কেয়ারটেকার বাসার দরজা খুলে দেন।
এদিকে মুনিয়া ইসলামের খোঁজ না পেয়ে বাসার বিভিন্ন রুমে খোঁজাখুঁজি করতে থাকেন স্বজনেরা। একপর্যায়ে ছোট ছেলেটি বক্স খাটের নিচে দেখতে বলে। পরে বক্স খাটের পাটাতন খুলে মুনিয়ার মরদেহ দেখতে পায় তারা।
নিহত মুনিয়া ইসলামের ভাই আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা চলছিল স্বামী-স্ত্রীর মধ্যে। পরে আমাদের বড় বোন নাসরিন আক্তার কয়েক দিন আগে দুজনকে বুঝিয়ে মীমাংসা করে দিয়েছিলেন। এরপর আর কিছু জানি না। সন্ধ্যায় খবর পেলাম বোনের মরদেহ বাসার বক্স খাটের নিচে রেখে দেওয়া হয়েছে। ওর স্বামী মোস্তাক পালিয়েছে। আমি এই হত্যার বিচার চাই।’
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্ আজকের বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং সুরতহাল শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।’
তিনি আরও বলেন, ‘মুনিয়া ইসলামের স্বামী মোস্তাক আহমেদ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’
টাঙ্গাইলের ভূঞাপুরে খাটের নিচ থেকে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন। গতকাল শুক্রবার রাতে ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি গ্রামের গণেশ মোড়ে একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাঁরা ওই বাড়িতে ভাড়া থাকতেন।
নিহত গৃহবধূর নাম মুনিয়া ইসলাম (৩২)। তিনি পার্শ্ববর্তী উপজেলা গোপালপুরের বাগুয়াটা গ্রামের আজমত আলীর ছেলে মোস্তাক আহমেদের স্ত্রী এবং একই উপজেলার নলিন বাজারের নুরল ইসলামের মেয়ে। মোস্তাক-মুনিয়া দম্পতির ১০ ও ৪ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। স্বজনদের ধারণা, মুনিয়া ইসলামকে গলা টিপে বা শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয়রা বলছে, মোস্তাক আহমেদ ২০২২ সালের ডিসেম্বর মাসে ব্রুনাই থেকে দেশে ফেরেন। এরপর থেকেই বিভিন্ন সময়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হতো।
গত বৃহস্পতিবার রাতে ছোট ছেলেকে সঙ্গে নিয়ে একই রুমে শুয়ে পড়েন তাঁরা। তাঁদের বড় ছেলে এদিন তার খালার বাসায় ছিল। পরে রাতের কোনো এক সময় মুনিয়াকে হত্যা করে ঘরের বক্স খাটের নিচে লুকিয়ে রাখেন স্বামী মোস্তাক। পরে শুক্রবার ভোরে বাসার মূল দরজায় তালা ঝুলিয়ে দিয়ে পালিয়ে যান। সকালে ছোট শিশুটি ঘুম থেকে উঠে কাউকে না পেয়ে ডাক-চিৎকার করলেও আশপাশের কেউ বা কোনো ভাড়াটিয়া এগিয়ে যায়নি। পরে বাসার কেয়ারটেকার বাসার দরজা খুলে দেন।
এদিকে মুনিয়া ইসলামের খোঁজ না পেয়ে বাসার বিভিন্ন রুমে খোঁজাখুঁজি করতে থাকেন স্বজনেরা। একপর্যায়ে ছোট ছেলেটি বক্স খাটের নিচে দেখতে বলে। পরে বক্স খাটের পাটাতন খুলে মুনিয়ার মরদেহ দেখতে পায় তারা।
নিহত মুনিয়া ইসলামের ভাই আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা চলছিল স্বামী-স্ত্রীর মধ্যে। পরে আমাদের বড় বোন নাসরিন আক্তার কয়েক দিন আগে দুজনকে বুঝিয়ে মীমাংসা করে দিয়েছিলেন। এরপর আর কিছু জানি না। সন্ধ্যায় খবর পেলাম বোনের মরদেহ বাসার বক্স খাটের নিচে রেখে দেওয়া হয়েছে। ওর স্বামী মোস্তাক পালিয়েছে। আমি এই হত্যার বিচার চাই।’
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্ আজকের বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং সুরতহাল শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।’
তিনি আরও বলেন, ‘মুনিয়া ইসলামের স্বামী মোস্তাক আহমেদ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৬ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৯ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
২০ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫