নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার ঘটনায় গ্রেপ্তার স্কুলছাত্র আশরাফুল ইসলাম জিতুকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক জিতুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত বুধবার স্কুলশিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত স্কুলছাত্র জিতুকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন, আসামি জিতু আলোচিত এই হত্যাকাণ্ডের প্রধান আসামি। তাঁর আঘাতেই স্কুলশিক্ষক উৎপলের মৃত্যু হয়। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কারা জড়িত আছে তা খুঁজে বের করতে জিতুকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
গত ২৫ জুন দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষকের ওপর অতর্কিত হামলা চালিয়ে ক্রিকেটের স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র জিতু (১৯)। চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার ভোরে শিক্ষক উৎপল কুমার সরকার মারা যান।
ঘটনার দিন আশুলিয়া থানায় উৎপল কুমারের ভাই অসীম কুমার বাদী হয়ে জিতুসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন।
মামলায় হত্যাচেষ্টাসহ গুরুতর জখম করার অভিযোগ আনা হয়। শিক্ষক মারা যাওয়ার পর এটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
উল্লেখ্য, জিতুর বাবা মো. উজ্জ্বলকে গতকাল বুধবার পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার ঘটনায় গ্রেপ্তার স্কুলছাত্র আশরাফুল ইসলাম জিতুকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক জিতুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত বুধবার স্কুলশিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত স্কুলছাত্র জিতুকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন, আসামি জিতু আলোচিত এই হত্যাকাণ্ডের প্রধান আসামি। তাঁর আঘাতেই স্কুলশিক্ষক উৎপলের মৃত্যু হয়। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কারা জড়িত আছে তা খুঁজে বের করতে জিতুকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
গত ২৫ জুন দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষকের ওপর অতর্কিত হামলা চালিয়ে ক্রিকেটের স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র জিতু (১৯)। চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার ভোরে শিক্ষক উৎপল কুমার সরকার মারা যান।
ঘটনার দিন আশুলিয়া থানায় উৎপল কুমারের ভাই অসীম কুমার বাদী হয়ে জিতুসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন।
মামলায় হত্যাচেষ্টাসহ গুরুতর জখম করার অভিযোগ আনা হয়। শিক্ষক মারা যাওয়ার পর এটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
উল্লেখ্য, জিতুর বাবা মো. উজ্জ্বলকে গতকাল বুধবার পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫