Ajker Patrika

স্বামীর শরীরে গরম তেল ঢেলে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক

সাভার (ঢাকা) প্রতিনিধি
স্বামীর শরীরে গরম তেল ঢেলে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক

ঢাকার সাভারে স্বামী আমিনুলের শরীরে গরম তেল ঢেলে দেওয়ার অভিযোগে স্ত্রী ফরিদাকে আটক করা হয়েছে। আজ রোববার দুপুরে আহত স্বামীকে উদ্ধার করা হয়। এর আগে গত ১৯ নভেম্বর রাত দেড়টার দিকে আমিনুলের শরীরে গরম তেল ঢেলে দেন ফরিদা। 

ভুক্তভোগী আমিনুল ইসলাম ফরিদপুর জেলার বালিয়াডাঙ্গী থানার রতনাই বাঘা গ্রামের মো. হাশেম আলীর ছেলে। তিনি সাভার ভরারী ডাড পোশাক কারখানার অপারেটর হিসেবে কাজ করতেন। অভিযুক্ত ফরিদা একই জেলার পাংশা থানার হরিনাডাঙ্গী গ্রামের আকবর আলীর মেয়ে। তিনি হেমায়েতপুর এলাকার এজেআই পোশাক কারখানায় অপারেটর হিসেবে চাকরি করতেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১৯ নভেম্বর স্ত্রী তাঁর স্বামীর গায়ে রান্নার গরম তেল ঢেলে দেয়। প্রায় ১০ দিন বিনা চিকিৎসায় ঘরেই পড়েছিল আমিনুল। মাঝে তাঁকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও স্ত্রীর অগ্রাহ্য আচরণে সুচিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয়নি। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে থানায় খবর দেয়। খবর পেয়ে আমিনুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠায় পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানাধীন ট্যানারি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুজন শিকদার আজকের পত্রিকাকে বলেন, এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরে আমরা দ্রুত আমিনুলকে ঢাকা মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করেছি। আমিনুলের স্ত্রীকেও আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত