শের-ই-বাংলার উদারতা
রাষ্ট্র চালান রাজনীতিবিদেরা। রাজনীতি ও রাজনীতিবিদদের নিয়ে আলোচনা-সমালোচনাও দুনিয়াজুড়ে। রাজনীতিবিদেরা সবাই যেমন ভালো নন, আবার সবাইকে ঢালাওভাবে খারাপ বলাও অনুচিত। তাঁদের দোষ যেমন আছে, গুণও রয়েছে বিস্তর। রাজনীতির যে কী হ্যাপা, সেটা রাজনৈতিক দলে নাম না লেখালে কল্পনাও করা যায় না